Logo

পরকীয়ার বলি গার্মেন্টস কর্মকর্তা মনিরুল, ৫ জন গ্রেফতার

Fazlul Haque
মঙ্গলবার, মে ২৪, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পরকীয়া করতে গিয়েই খুন হলেন রাজধানীর খিলগাঁওয়ে শায়েম টেস্কটাইলের এজিএম মনিরুল ইসলাম। মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক মেনে নিতে না পেরে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে মুরসালীন (২৭)।

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. আব্দুল বাতেন ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

monirul_113884

যুগ্ম কমিশনার জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে মুরসালীন জানিয়েছে তার মায়ের সঙ্গে মনিরুল ইসলামের অবৈধ সম্পর্ক ছিল। এ বিষয়টি তিনি মানতে পারেননি। তাই স্থানীয় আরো ৪ সহযোগীকে নিয়ে ১৭ মে খিলগাঁও নন্দীপাড়া ব্রীজেপর পূর্বপাশ থেকে মনিরুল ইসলামকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর মনিরুল ইসলামের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন পাশের একটি খালে ফেলে যায় তারা। এঘটনায় ১৮ মে খিলগাও থানায় একটি হত্যা মামলা দায়ের হয়(মামলা-৩৪)।

তিনি আরো জানান, মামলার ছায়া তদন্ত করতে গিয়ে ডিবি মুরসালিনকে গ্রেফতার করে। পরে তার দেয়া স্বীকারোক্তিমতে শাকিল, আকাশ, আশিক ও জুয়েল নামের ৪ যুবককে গ্রেফতার করে। তারা এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার কথা ডিবির কাছে স্বীকার করেছে।

আব্দুল বাতেন জানান, ১৭ মে সন্ধ্যা ৬টার দিকে সায়েম গ্রুপের এজিএম (মার্কেটিং) মনিরুল ইসলাম সবুজবাগ থানাধীন নন্দিপাড়া ব্রীজের পূর্বপাশে গাড়ী থামিয়ে ড্রাইভারকে পার্কিংয়ে রেখে “কিছুক্ষণের মধ্যে আসতেছি” বলে পায়ে হেটে অজ্ঞাত স্থানে চলে যান। পরবর্তীতে তিনি আর ফিরে না আসায় এবং মোবাইল বন্ধ পাওয়ায় তার পরিবার সবুজবাগ থানায় একটি জিডি দায়ের করেন (যার নম্বর হল-৯২৬, তারিখ-১৭/০৫/১৬ খ্রি.)। পরদিন ভোর ৬টায় খিলগাঁও থানা পুলিশ খিলগাঁও থানাধীন মোস্তমাজির মোড়ে রাস্তার উত্তর পাশ হতে নিঁখোজ মনিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারের পর আসামীদের দেওয়া তথ্যমতে ও ফায়ার সার্ভিসের ডুবুরীদের সহায়তায় দক্ষিণগাঁও এলাকার বিভিন্ন জলাশয় হতে তাদের লুণ্ঠনকৃত এবং ফেলে দেওয়া ভিকটিমের ২ টি মোবাইল এবং ১টি ট্যাব উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদনপূর্বক আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর খিলগাঁও থেকে শায়েম টেক্সটাইলের এজিএম মো. মনিরুল ইসলামের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।