Logo

অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের স্বতন্ত্র গার্মেন্টস পল্লী

Fazlul Haque
মঙ্গলবার, মে ২৪, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : অবশেষে বন্দরনগরী চট্টগ্রামে স্থাপন হতে যাচ্ছে বিজিএমইএ এ্যাপারেল নামে স্বতন্ত্র গার্মেন্টস পল্লী। কালুরঘাট বিসিক শিল্প এলাকায় সাড়ে দশ একর জায়গার উপর সিটি করপোরেশনের সহায়তায় এ গার্মেন্টস পল্লী গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে দু’পক্ষরে মধ্যে চুক্তিও স্বাক্ষর হয়েছে। আগামী আগস্ট থেকে শুরু হবে এর নির্মাণ কাজ।

Garment-1421039443

দু’দশক আগেও পোশাক তৈরি খাতের মোট জাতীয় আয়ের ৪১ শতাংশ ছিল চট্টগ্রাম থেকে উৎপাদিত পণ্যের। কিন্তু সময় যতোই গড়িয়েছে নানা সমস্যায় পড়ে এখাত ততোই সংকুচিত হয়েছে।

বর্তমানে আয়ের পরিমাণ ১২ শতাংশে নেমে এসেছে। এর মাঝে যুক্ত হয়েছে অ্যার্কড-অ্যালায়ন্সেরে নানা শর্ত। এ শর্তের কবলে পড়ে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে বেশক’টি কারখানা।

এ অবস্থায় এগিয়ে এসেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। অ্যার্কড-অ্যালায়ন্সেরে নীতিমালা অনুযায়ী নতুন কারখানা তৈরির জন্য নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকায় দশ একর জায়গা দেয়া হয়েছে গার্মেন্টস ব্যাবসায়ীদের।

আর স্বতন্ত্র এ গার্মেন্টস পল্লী গড়ে তোলার জন্য বৃহৎ পরিসর না হলেও অল্প যা পাওয়া গেছে তা নিয়েই আশার আলো দেখছেন হতাশ হয়ে পড়া গার্মেন্টস ব্যবসায়ীরা।

আশির দশকে গার্মেন্টস শিল্পের বিস্তার ঘটে চট্টগ্রামে। তখন প্রায় এক হাজার কারখানা ছিল এ নগরীতে। কিন্তু বর্তমানে পুরোদমে চালু রয়েছে মাত্র সাড়ে চারশ কারাখানা। যেখানে কর্মরত রয়েছে অন্তত সাড়ে চার লাখ শ্রমিক।