Logo

পোশাক শ্রমিকদের বোনাস ২১ রোজার মধ্যে পরিশোধ

Fazlul Haque
রবিবার, মে ২২, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাক শ্রমিকদের বোনাস (উৎসব ভাতা) ২১ রমজানের মধ্যে ও জুন মাসের বেতন ঈদের আগে পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক রোববার (২২ মে) সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “ঈদের আগেই শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ করতে কারখানা মালিকদের অনুরোধ করেছি। আমরা তাদের বলেছি, ঈদের ছুটিতে যাওয়ার সময়ই যেন শ্রমিকদের জুন মাসের বেতন দিয়ে দেওয়া হয়।”

শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কারখানা মালিকরা উৎসব ভাতা দেন জানিয়ে চুন্নু বলেন, ১৫ থেকে ২১ রোজার মধ্যে শ্রমিকদের ওই বোনাস পরিশোধ করতে মালিকদের অনুরোধ করা হয়েছে।

“রমজান মাসে কোনো শ্রমিককেই যেন ছাঁটাই করা না হয়, সে বিষয়েও কারখানার মালিকদের অনুরোধ জানানো হয়েছে।”

চুন্নু বলেন, ‘ঈদের সময় শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিলে অনেকটা যানজট এড়ানো সম্ভব। আর জরুরি প্রয়োজন ছাড়া ঈদের ছুটির তিনদিন গার্মেন্টস খোলা না রাখার অনুরোধও জানাচ্ছি।’

এসময় রমজান মাসে শ্রমিক ছাটাই না করতে মালিকদের প্রতি অনুরোধ জানান মজিবুল হক চুন্নু।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন রমজান মাস শুরু হবে। সে অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে ৬ জুলাই।