নিজস্ব সংবাদদাতা : নরসিংদীতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক বিদেশি নাগরিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন।
নিহতরা হলেন- পাকিস্তানি নাগরিক আশিক আলী (৪৫), কারখানার বাবুর্চি সেলিম মিয়া (৩৩) ও শ্রমিক রফিক মিয়া (৩২)।
শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার শিলমান্দীতে পাকিজা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মম টেক্সের কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানায় অবস্থানরত শ্রমিকদের অনেকেই তখন ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর কেমিক্যালের বিষাক্ত ধোয়ায় শ্বাসরোধ হয়ে তিনজনের মৃত্যু হয়। তবে কেউ অগ্নিদগ্ধ হয়নি।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই মহসিন জানান, নিহত তিন জনের মরদেহ নরসিংদী জেলা ও সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের নরসিংদী ও ঢাকায় ভর্তি করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বের হোসেন জানান, নরসিংদী ও ঢাকা থেকে দমকল বাহিনীর ১১টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মতামত লিখুন :