নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক খাতের উত্তর আমেরিকাভিত্তিক ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির এ দেশীয় পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) হয়েছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে অ্যালায়েন্স।
বিবৃতিতে নতুন নেতৃত্বের বিষয়ে অ্যালায়েন্সের বোর্ডের চেয়ার অ্যালেন ও’কেন টশার বলেন, ‘আমাদের দল পোশাক কারখানার শ্রমিক ও মালিকের ক্ষমতায়নে কাজ করছে। আমরা লক্ষ করছি, সংশ্লিষ্টদের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার সুযোগ আছে।’
এত দিন সংস্থাটির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মরিয়ার্টি। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, ২০১৮ সালের পর বাংলাদেশের পোশাক কারখানা ও শ্রমিকরা নিরাপদ হয়ে যাবে।’
অ্যালায়েন্স গঠন হওয়ার পর থেকেই এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন মেসবাহ রবিন। দায়িত্বে রদবদল হওয়ায় এলিভেট গ্লোবাল নামের মার্কিন প্রতিষ্ঠানে নিয়োজিত থাকবেন রবিন।
রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। তখন উত্তর আমেরিকার ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানগুলো অ্যালায়েন্স জোট গঠন করে। জোটের সদস্যরা বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ। বর্তমানে ২৮টি ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান অ্যালায়েন্সের সদস্য।
মতামত লিখুন :