Logo

পোশাক খাতের যন্ত্রপাতি নিয়ে চার দিনব্যাপি প্রদর্শনী মেলা শুরু আজ

Fazlul Haque
বৃহস্পতিবার, মে ১৯, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : পোশাক খাতের সংযোগ শিল্পের যন্ত্রপাতি নিয়ে চার দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে আজ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কুড়িল বিশ্বরোডে ৩০০ ফুট সড়ক এলাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

00001002

উদ্যোক্তারা জানান, দেশে প্রথমবারের মতো এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। চার দিনের এই মেলায় থাকবে গার্মেট ওয়াশিং, স্যুয়িং, ফিনিশিং এবং টেক্মটাইল মেশিনারি এক্সিবিশন ও বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যারের আন্তর্জাতিক মানের পণ্য। মেলা চলবে ২২ মে পর্যন্ত।

গতকাল বুধবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ওয়াশিং ইন্ডাস্ট্রিজ ওনার অ্যাসোসিয়েশন (বিইওজিআইওএ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রদর্শনীর আয়োজকরা।

তাঁরা জানান, আজ সকাল ১১টায় বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। এ ছাড়া তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিইওজিআইওএ সভাপতি হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংঠনের সহসভাপতি মো. শফিউল্লাহ খোকন, সাধারণ সম্পাদক লায়ন মো. শহিদ উদ্দিন শেখ, সাবেক সাধারণ সম্পাদক গাজী আহমেদ হাসান প্রমুখ।

আয়োজকরা জানান, তৈরি পোশাক খাতের সংযোগ শিল্পের যন্ত্রপাতি, কেমিক্যাল, ইটিপির যন্ত্রপাতি, গ্রিন কারখানা নির্মাতা প্রতিষ্ঠান, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরঞ্জামের এই প্রদর্শণী। এতে বিশ্বের ৯টি দেশ অংশ নেবে। এগুলো হলো জার্মানি, ইতালি, তুরস্ক, ভারত, চীন, তাইওয়ান, জাপান, কোরিয়া ও ইন্দোনেশিয়া।