ডেস্ক রিপোর্ট : গাজীপুরে মীম গ্রুপের আলেমা টেক্সটাইলে অগ্নিকাণ্ডে রপ্তানির জন্য রাখা তৈরি পোশাক ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে কারখানা কর্তৃপক্ষ।
সিটি করপোরেশনের ভোগড়া এলাকার ওই কারখানায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পৌনে ২টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, মধ্যরাতের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সকালে ভেতরে থেমে থেমে স্ফুলিঙ্গ দেখা যাচ্ছিল।
“ভোরের দিকে আগুনে ভবনের একাংশের শেড ধসে পড়ে। তবে এখন বিপদ কেটে গেছে।”
কারখানার চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ভবনের সপ্তম তলায় রপ্তানির জন্য রাখা বিপুল পরিমাণ টি-শার্ট, পলো শার্টসহ বিভিন্ন তৈরি পোশাক এবং প্রায় চারশর মতো মেশিন পুড়ে গেছে।
“প্রাথমিক হিসাবে ৫৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
আক্তারুজ্জামান জানান, আট তলা কারখানা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। শ্রমিকরা প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থায় তা নেভানোর চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
জয়দেবপুর, টঙ্গী, উত্তরা ও সদর দপ্তরের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মতামত লিখুন :