Logo

বিডিআরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ গেট-টুগেদার অনুষ্ঠিত

RMG Times
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
  • শেয়ার করুন

বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী ঢাকার ধামরাই মোহাম্মদী গার্ডেন পার্কে ওই গেট টুগেদার অনুষ্ঠিত হয়। গেট- টুগেদারে অংশগ্রহন করেন তৈরি পোশাক শিল্প আরএমজি প্রায় ৫০০টি প্রতিষ্ঠানের এক হাজারের অধিক কর্মকর্তাবৃন্দ। এ দিনব্যাপী আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন মনোরঞ্জনপূর্ণ প্রতিযোগীতা, র‍্যাফেল ড্র এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও নারী অতিথিদের জন্য ছিল সব সময়ের আকর্ষণীয় চেয়ার সেটিং খেলার আয়োজন। শিশু অতিথিদের জন্য ছিল চকলেট দৌঁড় প্রতিযোগিতা। এছাড়াও উপস্থিত সকল শিশুদের উপহার দেওয়া হয়।

বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান সজিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ‘ল’ এর ডিন ও চেয়ারপার্সন প্রফেসর ডঃ মোঃ রবিউল ইসলাম, মানবসম্পদ বিশেষজ্ঞ নুর এ খান, বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের হেড অব অপারেশনস মো রাজিবুল ইসলাম, প্রেসিডেন্ট মো সোহেল রানা সবুজ , সেক্রেটারী শেখ সাবের আলী, প্রোগ্রাম চেয়ারম্যান মামুন আল মামুন, জিএসএস লিঃ এর সিইও খন্দকার শরিফ, টেকনোভা আইটি এর সিইও তাসলিমা আক্তার জলি, আজগর আলী হসপিটালের জিএম মশিউর রহমান, এইচআর জিএম জিয়াউর রহমান, সৈয়দ শরিফুল আলম, মোজাদ্দেদুল ইসলাম সজীব লাবিব, গোলাম মোস্তফা, মাশিয়াটা গ্রুপের পিএম মুন্না সিরাজি প্রমুখ। এছাড়াও আইটি বাজার, মার্লিন ট্যুর এন্ড ট্রাভেলস্, ইকোপেন, দ্যা এলিট রেসিডেন্স, ওয়ান বেঙ্গল পেস্ট কন্ট্রোল, পিডিসিএ, এনভয়েজ সাসটেইনেবল সলিউশন, পালস্ সোর্সিং, ক্রাউন প্যালেস রেসিডেন্স, রিফাত ওয়াটার টেকনোলজি, ক্রিয়েটিভ ডিজাইন কনসালটেন্সি, এপিও গেজেট বিডি, এশিয়ান ইন্টারন্যাশনাল, আরএমজি টাইমস, আরএসফায়ার এর প্রতিনিধিবৃন্দ।

রেফেল ড্রয়ের ১ম পুরস্কার হিসাবে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট পুরষ্কার প্রদান করা হয়। সারাদিনের কর্মকান্ডের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।