Logo

বর্ণিল আয়োজনে অ্যাবসলিউট কোয়ালিটিওয়্যারের বিজয় দিবস উদযাপন

RMG Times
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
  • শেয়ার করুন

বর্ণাঢ্য নানান আয়োজনের মধ্য দিয়ে গত ১৬ ডিসেম্বর ২০২৪, বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন করলো দেশের স্বনামধন্য শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান এমবিএম গ্রুপের অ্যাবসলিউট কোয়ালিটিওয়্যার লিমিটেড। জাতীয় ঐক্য ও বিজয়ের চেতনার বহিঃপ্রকাশ স্বরূপ লাল-সবুজ পোশাকে সজ্জিত হয়ে কারখানার সকল কর্মী ও কর্মকর্তা দিনটি উদযাপনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন।

১৬ ডিসেম্বর তথা পুরো ডিসেম্বর মাসে যেসব শ্রমিকদের জন্মদিন ছিলো, সেসব শ্রমিকদের সাথে নিয়ে বিজয় দিবসের বিশেষ কেক কাটা হয়, যা অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল। কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীসহ সবার সাথে কাটানো উৎসবমুখর এই মুহূর্তগুলো কর্মীদের মধ্যে আনন্দ ও আমেজ সঞ্চার করে।

উদযাপনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল কর্মীদের জন্য আয়োজিত কুইজ ও সৃজনশীল প্রতিযোগিতা। এতে কর্মীদের দুইটি ধাপে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। প্রথম ধাপে ছিল একটি কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন তুলে ধরা হয়। কর্মীরা এ প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।

দ্বিতীয় ধাপে ছিল সৃজনশীল প্রতিযোগিতা। কর্মীদের নিজস্ব সৃজনশীলতা প্রকাশের জন্য তাদের নিজস্ব ডিজাইন অনুযায়ী কিছু তৈরি করার সুযোগ দেওয়া হয়। এই প্রতিযোগিতায় কর্মীদের সৃজনশীল দক্ষতা এবং কারিগরি জ্ঞান উন্মোচিত হয়। সেরা কাজগুলোকে বিচারকদের মাধ্যমে বাছাই করা হয় এবং বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়।

দিনব্যাপী এই আয়োজন কর্মীদের মধ্যে শুধু আনন্দই নয়, একতা এবং দেশপ্রেমের অনুপ্রেরণা যুগিয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে কর্মীদের মানসিক প্রেরণা ও সৃজনশীল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শ্রমিকরা এ ধরণের উদযাপনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এ প্রসঙ্গে কারখানার অপারেটর আয়েশা আক্তার বলেন “কর্তৃপক্ষ আমাদের যত্ন নেয় এবং আনন্দের সময়গুলো ভাগাভাগি করে। এতে কাজের প্রতি আমাদের আগ্রহ আরও বেড়ে যায়। আমরা খুবই সন্তুষ্ট।”
কারখানার আরেক অপারেটর জনাব সবুজ বলেন, “এ রকম আয়োজন আমাদের খুব ভালো লাগে। আমরা সবাই মিলে আনন্দ করতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। আমরা মনে করি এই কারখানা শুধু কাজের জায়গা নয়, এটা আমাদের পরিবার।”

কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক জনাব আবু সাঈদ বলেন “আমরা সব সময় বিশেষ দিনগুলো শ্রমিকদের নিয়ে উদযাপন করি। এতে তারা আনন্দিত হয় এবং কর্মক্ষেত্রে নতুন উদ্যম নিয়ে কাজ করতে পারে। বিজয় দিবস উদযাপন আমাদের কর্মীদের মধ্যে দেশপ্রেম ও ঐক্যের চেতনা তৈরি করে।”

বিজয় দিবস উদযাপনের এই আয়োজন অ্যাবসলিউট কোয়ালিটিওয়্যার লিমিটেডের কর্মী বান্ধব মানসিকতা এবং দেশের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ।