Logo

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, হতাহতের ঘটনা ঘটেনি

Fazlul Haque
মঙ্গলবার, মে ১৭, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : গাজীপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে এগারটার দিকে গাজীপুরের ভোগড়া নামক স্থানের ভাসন সড়কে অবস্থিত মীম গ্রুপের আলেমা টেক্সটাইল মিল এর বহুতল ভবনের পঞ্চম তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করেছে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সোমবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, ৮ তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। ওই তলায় শিপমেন্টের জন্য তৈরি পোশাক ছিল। এ ছাড়া সেখানে বিপুল পরিমাণ ফেব্রিকও ছিল।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় আলেমা টেক্সটাইল এর কমপ্লায়েন্স ইনচার্জ কবীর জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা  যায়নি। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তৎক্ষণাৎ আগুনের সূত্রপাত জানা যায়নি এবং এতে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।