Logo

সংবাদ বিজ্ঞপ্তি ডেভেলপমেন্ট প্রফেশনাল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সেভ দ্য চিলড্রেন

RMG Times
সোমবার, নভেম্বর ১১, ২০২৪
  • শেয়ার করুন


ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৪:
বাংলাদেশের কর্মরত শীর্ষ স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেভ দ্য চিলড্রেন।

আজ বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সেভ দ্য চিলড্রেন হীড বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিজয়ী, রানার্স আপ ও অংশগ্রহণকারী দলের হাতে ট্রফি, মেডেল ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

গতকাল (শুক্রবার) ঢাকার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে কেয়ার বাংলাদেশ,  অক্সফাম,অ্যাকশনএইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, হীড বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মীরা ক্রিকেট খেলায় অংশনেন।


কেয়ার বাংলাদেশের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের ডিরেক্টর এবং ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক টনি মাইকেল গোমেজ বলেন, ‘ আমাদের পারস্পারিক অংশীদারিত্বের বন্ধনকে আরো শক্তিশালী করতে, শারীরিক সুস্থতা, টিমওয়ার্ক গড়ে তুলতে এই সেক্টরের পেশাদারদের নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে” ।

হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও টুর্নামেন্টের অন্যতম আয়োজক আনোয়ার হোসেন বলেন, “এ টুর্নামেন্টটি ডেভেলপমেন্ট সেক্টরের প্রফেশনালদের পারস্পারিক সম্পর্কে আরো মজবুত করবে, ভবিষ্যতে, সবাই মিলে এমন আরো অনেক কিছু করতে চাই” ।

টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল লাইট অব হোপ, গ্রামীণ ডানোন শক্তি এবং ইস্পাহানি ফুড।