Logo

মানবতার সেবায় এগিয়ে এলো বিএনএম গার্মেন্টস ইন্ডাস্ট্রি লিমিটেড: নালিতাবাড়ি, শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে শুভেচ্ছা উপহার

RMG Times
রবিবার, অক্টোবর ২০, ২০২৪
  • শেয়ার করুন

বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। স্মরণকালের ভয়াবহ অবস্থায় ছিল ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সুনামগঞ্জ, শেরপুর, জামালপুর ও রংপুর বিভাগের অনেক এলাকাসহ বহু এলাকা। লাখো নারী, পুরুষ ও শিশু-কিশোর সেই সংকটময় মুহূর্তে পানিবন্দি ছিল। অনেকের প্রাণে বেঁচে থাকার আকুতি ছিল। তারা বলেছিলেন, “আমাদেরকে আগে উদ্ধার করুন, খাদ্যের প্রয়োজন নেই, আগে আমাদেরকে বাঁচান।” বাসাবাড়ি সব ডুবে একাকার। ঘরের টিনের চালেও আশ্রয় নিয়েছিলেন লোকজন। এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার তারা বিগত ত্রিশ-চল্লিশ বছরেও হননি বলে অনেকে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সচিত্র অবস্থা দেখতে পেয়েছি। তাই গত ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে বিএনএম গার্মেন্টস ইন্ডাস্ট্রি লিমিটেড এর তারিকুল ইসলাম (এজিএম), আব্দুল কাদের বিজনেস বিভাগের প্রধান, কারখানার এইচআরডি বিভাগের প্রধান মোঃ আলী উল কবির তাদের স্ব স্ব মতামত ও পরামর্শে এবং পরবর্তীতে কারখানার কর্তৃপক্ষ (মিস কোকো- ডাইরেক্টর, মি: জিমি সিইও, মি: ইউ সিওও, মি জেসি ভিপি) ও সকল শ্রমিকের মতামত ও পরামর্শে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এর চেয়ে মানবকল্যাণ আর কী হতে পারে? এজন্য জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে গণমানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত এখনই। সব রকমের ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে কাজ করার কোনো বিকল্প নেই।

উক্ত কার্যক্রমের ভিত্তিতে গত ১৮ই অক্টোবর, ২০২৪ তারিখে বিএনএম গার্মেন্টস ইন্ডাস্ট্রি লিমিটেড এর চেয়ারম্যান মি: ডেভীর উদ্যোগে কারখানার পক্ষ থেকে নালিতাবাড়ি, শেরপুরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেচ্ছা উপহার পৌঁছানো হয়।