Logo

স্নোটেক্স গ্রুপ ও আলোকিত কালিহাতীর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ অব্যাহত

RMG Times
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্টঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে ফলদ, বনজ ও ওষধী ৫ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারান্দিয়া টেনুরাম ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ এবং বড় ইছাপুর দারুস সালাম কওমি মাদ্রাসায় ছাত্র -ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

সময় উপস্থিতি ছিলেন, আলোকিত কালিহাতী’র সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ ধারা পত্রিকার সম্পাদক সরকার হাবিব,নারান্দিয়া টেনুরাম ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক সুবীর কৃষ্ণ তালুকদার, সংবাদের কালিহাতী প্রতিনিধি শরিফুল ইসলাম মাহফুজ, দৈনিক নয়া শতাব্দীর কালিহাতী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নারান্দিয়া স্কুল এন্ড কলেজের অফিস প্রধান সহকারী লিয়াকত হোসেন, বড় ইছাপুর দারুস সালাম কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুল্লাহ, সহকারী শিক্ষক মেরাজুল ইসলাম ও বায়েজিদ হাসান প্রমুখ।

উল্লেখ্য: গত মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমের সামনে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আলোকিত কালিহাতীর সভাপতি মো. আব্দুল আলিম।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচির পৃষ্ঠপোষোকতায় স্নোটেক্স গ্রুপের ভূমিকা ছিলো অন্যতম। পোশাক পৃথিবীর অন্যতম পরিচিত নাম স্নোটেক্স গ্রুপ। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ নিরাপদ রাখতে তাদের রয়েছে ব্যতিক্রমি কিছু উদ্যোগ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে এই পৃথিবীকে রক্ষার প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতি বছর শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা উপহার দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও বৃক্ষরোপন কর্মসূচিতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলেন দৈনিক যুগধারা এবং আরএমজি টাইমস এর স্টাফ রিপোর্টারবৃন্দ।