নিজস্ব প্রতিবেদক : পরিদর্শন করা ১ হাজার ৫৫০ পোশাক কারখানার ৫৬ শতাংশ ত্রুটির সংস্কারকাজ শেষ হয়েছে। সংস্কারকাজের অগ্রগতি প্রশংসনীয়।
ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের জোট অ্যাকর্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক রব ওয়েজ। আজ রোববার রাজধানীর একটি হোটেলে ওই সংবাদ সম্মেলন হয়।
রব ওয়েজ বলেন, তৈরি পোশাক কারখানার মালিকেরা এখনো খুব ধীরগতিতে সংস্কারকাজ করছেন। ২০১৮ সালের মধ্যেই সব পোশাক কারখানার সংস্কারকাজ শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, অ্যাকর্ড ৫৬টি কারখানায় পরীক্ষামূলকভাবে সেফটি কমিটি করার বিষয়ে কাজ করছেন। ২০১৮ সালের মধ্যেই কারখানা পরিদর্শন কার্যক্রম শেষ করা হবে এবং আমরা আশা করি গার্মেন্টস কারখানাগুলোও নির্দিষ্ট সময়ে তাদের সংশোধনী কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
তিনি আরো বলেন, গত তিন বছরে ১ হাজার ৫৫০টি কারখানা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৫২টি কারখানায় সমস্যা চিহ্নিত হয়েছে এবং ক্যাপস দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ৭টি কারখানা সংশোধনী কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছে। ৫৭টি কারখানা পরবর্তী নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। কিন্তু ১ হাজার ৩৮৮টি কারখানা সময় বাড়ানোর আবেদন করে পিছিয়ে রয়েছেন।
অন্যদিকে দেশের বেশির ভাগ কারখানাতেই ট্রেড ইউনিয়ন নেই বলে জানিয়েছে অ্যাকর্ড। জানানো হয়, দেশের প্রায় ১৬শ কারখানায় ট্রেড ইউনিয়নের বিষয়ে খোঁজ নিয়ে মাত্র ৬৫টি কারখানায় রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন পাওয়া গেছে।
মতামত লিখুন :