Logo

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আদিফা মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

RMG Times
শনিবার, এপ্রিল ৬, ২০২৪
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চলছে পবিত্র রমজান। চারিদিকে বাহারী ইফতার আয়োজন। শুরু হয়েছে ঈদের আমেজও। একটু ফুসরত পেলেই পরিবার ও প্রিয়জনদের জন্য কেনাকাটা করতে ব্যস্ত হচ্ছে সবাই। ঈদকে নিয়ে কতই প্রস্তুতি। যেন প্রতিযোগিতা শুরু হবে কে কত নতুন জামা কিনতে পারে। বড়দের তুলনায় ছোট শিশুদের মাঝেই ঈদের আনন্দ বেশি। নতুন জামা ছাড়া ঈদই যেন চিন্তা করতে পারে না শিশুরা। কিন্তু আমাদের পাশেই রয়েছে এমন সব সুবিধা বঞ্চিত ছিন্নমুল শিশু যাদের কপালে জুটছে না একটি নতুন জামাও। অন্যান্য শিশুর মত তাদের মনে ঈদের আনন্দ নেই। একটি জামার অভাবে কোমলমতি পথশিশুদের মন খারাপ থাকে পবিত্র ঈদের দিনেও। অথচ সবাই চাইলে এই ঈদে অন্তত কিছু সংখ্যক পথ শিশুদের আনন্দ দেওয়া যায়। তাদের মুখে হাসি ফোটানো যায়!

’ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সুবিধা বঞ্চিত সকল প্রাণে…’ প্রতিপাদ্যে পবিত্র মাহে রমজানে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার ও ঈদের নতুন পোশাক বিতরণের এক মহতি উদ্যোগ নিয়েছে ‘আদিফা জাহান বিনতে আলিম মেমোরিয়াল ট্রাস্ট’। এই উদ্যোগে গত শুক্রবার (০৫ এপ্রিল ২০২৪) সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত ‘স্বপ্ন পাঠশালায়’ প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাকসহ, হালকা খাবার ও খেলাধুলার সরঞ্জামাদি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা, নীট প্লাস লিমিটেডের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী জনাব আজাদ আহমেদ পাটোয়ারী, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি জনাব বাবলুর রহমান, ইউরোসেন্ট্রার ব্যবস্থাপক (সিএসআর) জনাব আবু মেহেদী হাসান খান, আদিফা মেমোরিয়াল ট্রাস্ট’র এর কোষাধ্যক্ষ মি. ফজলুল হক, সদস্য জনাব লোকমান লাভলু প্রমুখ।

আগত অতিথিরা শিশুদের হাতে রঙ-বেরঙের ঈদের নতুন পোশাক উপহার তুলে দেন। নতুন জামা পেয়ে এসময় শিশুদের চোখে মুখে আনন্দের দ্যুতি ছড়িয়ে পড়ে। নেচে-গেয়ে তাদের আনন্দ প্রকাশ করে।

স্বপ্ন পাঠশালায় সুবিধাবঞ্চিত এসব শিশুদের সাথে আন্তরিক সময় কাটান ট্রাস্টের সভাপতি জনাব আব্দুল আলিম। তিনি বলেন, ‘ওদের মুখে সামান্য হাসিটুকু অপ্রকাশযোগ্য পরম এক অনুভুতি। এই আয়োজনে আমি সব সময় পছন্দের মানুষদের কাছে পেতে চাওয়ার একমাত্র কারণ হল, তাদের সাথে এই নি:স্বার্থ পরম অনুভুতি টুকু শেয়ার করতে চাই। এবার সবচেয়ে আনন্দ পেয়েছি ওদের সাথে ছোট ছোট খেলনাগুলোর খেলা শেয়ার করে। ফুটবল উপহার দেয়ার আগে সেই ফুটবল ওদেরকে সাথে নিয়েই খেলা আমার জন্য ছিল সেরা। আল্লাহ ওদের সবাইকে ভালো রাখুন। আসুন সবাই মিলে ওদের জন্য সুন্দর আগামী গঠনে একটু হলেও চেষ্টা করে যাই। অতিরিক্ত সুবিধাজনক অবস্থায় থাকা আমাদের হৃদয়ে ওদের জন্য একটু জায়গা হোক’।

তিনি এসময় স্বপ্ন পাঠশালার তরুন স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অনুষ্ঠানে যাদের সার্বিক সহযোগিতা পেয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।