Logo

৩০ জুনের মধ্যে পোশাক কারখানায় বায়োমেট্রিক ডাটাবেজ

Fazlul Haque
রবিবার, মে ১৫, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সব পোশাক কারখানা আগামী ৩০ জুনের মধ্যে বায়োমেট্রিক ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়ার সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ গার্মেন্ট মেনুফেকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। শনিবার দুপুরে সংগঠনটির সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান এ কথা জানান।
ুািুািৃুািাুৃিাৃুতিনি বলেন, এরইমধ্যে ১ হাজার ৪শ ৫০টি কারখানা ডাটাবেজের আওতায় এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি পোশাক কারখানা ডাটাবেজের আওতায় না আসলে বিজিএমইএর পক্ষ থেকে সব ধরনের সেবা বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।

পোশাক শিল্পের উন্নয়নে আগামী বাজেটে এ খাতের করপোরেট ট্যাক্স ও উৎসে কর না বাড়িয়ে, গত অর্থবছরের নীতি বহাল রাখার সুপারিশ করেন বিজিএমইএ সভাপতি।