Logo

আরএমজি প্রফেশনাল’স ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী ফাউন্ডেশনের ৩য় গেট-টুগেদারে পাঁচ শতাধিক পেশাজীবির মিলনমেলা

RMG Times
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: দেশের পোশাক খাতে কর্মরত মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবি সংগঠন বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারী ২০২৪) গাজীপুরের নির্ভানা পার্ক অ্যান্ড রিসোর্টের সবুজ ও প্রাকৃতিক পরিবেশে ৩য় গেট-টুগেদার উদযাপিত হয়।

এই গেট-টুগেদারে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরাসহ প্রায় ৫০০ শতাধিক পেশাজীবি অংশগ্রহন করে এবং সারাদিন নানা আনন্দঘন আয়োজনে সময় পার করে।

সকালের নাস্তা বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর খেলাধুলা। বড়দের দৌড় প্রতিযোগিতার পাশাপাশি বাচ্চাদের জন্য দৌড় ও নারীদের জন্য বালিশ খেলা ছিলো খেলাধুলা অংশের প্রধান আয়োজন।

দুপুরে খাবার বিরতির পর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। মনোরম ও গ্রামীণ পরিবেশে এই গেটটুগেদার আয়োজন করার জন্য বক্তারা সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সংগঠনটির প্রধান সমন্বয়ক জনাব সজিবুল ইসলামের সঞ্চালনায় এই আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এ্যাসিষ্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারী তাসলিমা আক্তার জলি, সাষ্টেইনেবল ম্যানেজমেন্ট সিষ্টেম বাংলাদেশের প্রধান নির্বাহী আব্দুল আলিম, পলমল গ্রুপের হেড অব অপারেশন নূর- এ- খান, কনসিষ্টেন্ট সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ, টিএন্ডজেড এ্যাপারেলস লিমিটেডের প্রডাকশন ডিরেক্টর জনাব কেএইচ সেলিম রেজা, পলমল গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব আবু হানিফ, রাহমানিয়া ফ্যামিলীর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আনিছুর রহমান সোহান, কর্পোরেট হেলথ্ কেয়ার সেক্টরের এইচআর জেনারালিস্ট জনাব মোঃ মশিউর রহমান, টার্গেট ডেনিম এন্ড ক্যাসুয়াল ওয়্যার লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ফরহাদ রেজা, ইকোফ্যাব লিমিটেডের হেড অব অপারেশন শহিদুল ইসলাম পলাশ, বিজিআইএফটি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি’র প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভার এক পর্যায়ে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় এবং একই সাথে স্পন্সরদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এই পর্বে নাচে-গানে মুখরিত হয় নির্ভানার পুরো অঙ্গন।

পরিশেষে, লটারি আয়োজন এবং এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে শেষ হয় দিনের সকল কর্মসূচির।