Logo

শ্রমিকদের মজুরি সন্তুষ্টি

RMG Times
সোমবার, জানুয়ারি ৮, ২০২৪
  • শেয়ার করুন

বাংলাদেশ শ্রম মজুরির ন্যূনতম গেজেট – ২০২৩ অনুযায়ী শ্রমিকগনের জন্য মাসিক নিন্মতম মজুরী ইমন ফ্যাশন লিঃ এর কৃতপক্ষ কর্তৃক বাস্তবায়ন করা হয়েছে। তারই প্রেক্ষিতে সকল শ্রমিক এবং স্টাফগন সন্তুষ্টি প্রকাশ করেছেন।

উক্ত কারখানার শ্রমিকগন পি.সি কমিটির প্রতিনিধির মাধ্যমে, তাদের মজুরী নিয়ে সন্তুষ্টি জ্ঞাপন করেছেন। আজ ০৮/০১/২০২৪ ইং তারিখে সংশ্লিষ্ট সকল প্রোডাকশন স্টাফদের মাঝে মিষ্টি বিতরন করা হয়। আরও লক্ষ্যনীয় বিষয় এই যে, শ্রমিক ও কর্মচারী ভাইবোনদের বেতন বৃদ্ধির সাথে সাথে অতিরিক্ত কর্ম ঘন্টার হার বৃদ্ধি পেয়েছে, যার ফলে উচ্ছ্বসিত শ্রমিক ও কর্মচারী ভাইবোনরা বলেন, বেতন বৃদ্ধির ফলে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা সঠিক ভাবে পূরণ করতে পারছি এবং কিছু টাকা সঞ্চয় করতে পারি।

অবশেষে শ্রমিক এবং স্টাফগন শ্রম মজুরির ন্যূনতম গেজেট – ২০২৩ বাস্তবায়ন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।