Logo

কোন গ্রেডে ন্যূনতম মজুরির সুপারিশ কত

RMG Times
মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩
  • শেয়ার করুন

পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি কাঠামোর খসড়া সুপারিশের গেজেট প্রকাশ করেছে সরকার। এতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ধরা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামোতে শ্রমিকদের গ্রেড সংখ্যা সাত থেকে কমিয়ে পাঁচটি করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সই করা গেজেট রোববার প্রকাশ করা হয়। খসড়া এ মজুরি নিয়ে কোনো আপত্তি বা সুপারিশ থাকলে তা ১৪ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

গেজেট অনুসারে গ্রেড-১-এর শ্রমিকদের ন্যূনতম মোট মজুরি ধরা হয়েছে ১৪ হাজার ৭৫০ টাকা। গ্রেড-১-এর অধীনে ১০টি পদ রয়েছে। এগুলো হচ্ছে– সিনিয়র অপারেটর, সিনিয়র কাটার, সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর, সিনিয়র ড্রয়িং ম্যান, সিনিয়র স্ক্রিন এক্সপোজার, সিনিয়র আয়রন ম্যান, সিনিয়র স্যাম্পল ম্যান, জুনিয়র মেকানিক, জুনিয়র ইলেকট্রিশিয়ান ও সিনিয়র লাইন রিডার।

গ্রেড-২-এ ন্যূনতম মোট মজুরি ধরা হয়েছে ১৪ হাজার ১৫০ টাকা। এই গ্রেডের ১৮টি পদ হচ্ছে– অপারেটর, কাটার ম্যান, কোয়ালিটি ইন্সপেক্টর, ড্রয়িং ম্যান, ইনপুট ম্যান, বান্ডেল ম্যান, অটো স্প্রেডার, পলি ম্যান, ট্যাগ ম্যান, ড্রায়ার ম্যান, স্ক্রিন এক্সপোজার, আয়রন ম্যান, ওয়েল্ডার, স্যাম্পল ম্যান, ডিস্ট্রিবিউটর, সাধারণ মেকানিক, সাধারণ ইলেকট্রিশিয়ান ও লাইন লিডার।

গ্রেড-৩-এর শ্রমিকদের ন্যূনতম মোট মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা। এই গ্রেডে ১৭টি পদ রয়েছে। এগুলো হচ্ছে– জুনিয়র অপারেটর, জুনিয়র কাটার ম্যান, জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর, জুনিয়র মার্কার, জুনিয়র ইস্যু ম্যান, জুনিয়র বান্ডেল ম্যান, জুনিয়র অটো স্প্রেডার, জুনিয়র পলি ম্যান, জুনিয়র ট্যাগ ম্যান, জুনিয়র ড্রায়ার ম্যান, জুনিয়র স্ক্রিন এক্সপোজার, জুনিয়র আয়রন ম্যান, জুনিয়র ওয়েল্ডার, জুনিয়র স্যাম্পল ম্যান, জুনিয়র ড্রিস্টিবিউটর, সহকারী মেকানিক ও সহকারী ইলেকট্রিশিয়ান।

গ্রেড-৪ ভুক্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি ধরা হয়েছে ১৩ হাজার ২৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৫০ টাকা। এই গ্রেডের ১৫টি পদ হচ্ছে– সাধারণ অপারেটর, সাধারণ কাটার ম্যান, সাধারণ কোয়ালিটি ইন্সপেক্টর, সাধারণ মার্কার, সাধারণ ইস্যু ম্যান, সাধারণ বান্ডেল ম্যান, সাধারণ অটো স্প্রেডার, সাধারণ পলি ম্যান, সাধারণ ট্যাগ ম্যান, সাধারণ ড্রায়ার ম্যান, সাধারণ স্ক্রিন এক্সপোজার, সাধারণ আয়রন ম্যান, সাধারণ ওয়েল্ডার, সাধারণ স্যাম্পল ম্যান ও সাধারণ ডিস্ট্রিবিউটর।

এ ছাড়া গ্রেড-৫-এর শ্রমিকদের ন্যূনতম মজুরি ধরা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। যার মধ্যে মূল মজুরি ৬ হাজার ৭০০ টাকা। এই গ্রেডে পদ সংখ্যা ১৭। এগুলো হচ্ছে– সহকারী অপারেটর, সহকারী কাটার ম্যান, সহকারী কোয়ালিটি ইন্সপেক্টর, সহকারী মার্কার, সহকারী ইস্যু ম্যান, সহকারী বান্ডেল ম্যান, সহকারী অটো স্প্রেডার, সহকারী পলি ম্যান, সহকারী ট্যাগ ম্যান, সহকারী ড্রায়ার ম্যান, সহকারী স্ক্রিন এক্সপোজার, সহকারী ওয়েল্ডার, সহকারী স্যাম্পল ম্যান, সহকারী ডিস্ট্রিবিউটর, ফিনিশিং সহকারী, সুতা ঝাড়া সহকারী ও লাইন আয়রন ম্যান।