Logo

চট্টগ্রাম হাসপাতালে সিবিসি মেশিন স্থাপন করেছে বিজিএমইএ

RMG Times
শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
  • শেয়ার করুন

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) চট্টগ্রামে বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য একটি অত্যাধুনিক কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি) মেশিন স্থাপন করেছে। পোশাক শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা উন্নত করার প্রয়াসে এটি স্থাপন করা হয়।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান প্রধান অতিথি হিসেবে এ সিবিসি মেশিন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এএম শফিউল করিম খোকন, পরিচালক এম এহসানুল হক, বিজিএমইএর ট্রেড ফেয়ার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন ও বিজিএমইএর ক্যাশ ইনসেনটিভ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম।

পোশাক শ্রমিক ও সমাজের দরিদ্র মানুষের কল্যাণে বিজিএমইএর প্রতিশ্রুতির অংশ হিসেবে এ সিবিসি মেশিন স্থাপন করা হয়েছে বলে জানায় সংগঠনটি। সিবিসি মেশিনটি প্রাথমিকভাবে রোগ নির্ণয় ও ডেঙ্গু চিকিৎসাকে সহজতর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বিজিএমইএ পোশাক শ্রমিক ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিবেদিত। এ সিবিসি মেশিন স্থাপন আমাদের সেই অঙ্গীকারের একটি প্রতিফলন। সিবিসি মেশিন রক্ত বিশ্লেষণের মাধ্যমে ডেঙ্গু রোগ নির্ণয় ও রোগীদের পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি দ্রুত ও সঠিক রক্ত পরীক্ষার ফল প্রদানে সক্ষম, যা চিকিৎসকদের সময়মতো ডেঙ্গু রোগীর চিকিৎসা করতে সহায়তা করবে।’