Logo

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নীট প্লাস লিমিটেডের অংশগ্রহণকারী কমিটি নির্বাচন

RMG Times
বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: নীট প্লাস লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান। নীট প্লাসের মোট ৩ টি কারখানায় প্রায় ৫০০০ হাজার শ্রমিক বর্তমানে কর্মরত আছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ অংশগ্রহণকারী কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ১২ জুলাই ২০২৩ তারিখে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী আজকে প্রতিষ্ঠানটিতে (নীট প্লাস লিমিটেড, প্লট# ২০৩৬, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর) অংশগ্রহনকারী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ জুলাই ২০২৩ তারিখে জনাব সুজন হোসেনকে প্রধান করে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে তারা সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে নির্বাচন এর প্রস্তুতি গ্রহন করে।

গত ০১ আগষ্ট ২০২৩ তারিখে তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকে ঘিরে কারখানায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। নির্বাচন পরিচালনা কমিটি অন্যান্য সকল আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রচার, ভোটারদেরকে স্বাধীনভাবে নিজের ভোট প্রদানের বিষয়ে উৎসাহ দিতে কারখানার অভ্যন্তরে নানা রকম কার্যক্রম পরিচালনা করেছেন।

আজ নির্বাচন চলাকালিন সময়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহকারী পরিচালক জনাব আতাউর রহমান মণ্ডল ভার্চুয়ালি নির্বাচন পরিদর্শন করেন সার্বিক পরিস্থিতি অবলোকন করে সন্তোষ প্রকাশ করেন।

এসময় সাস্টেনেবল গ্লোবাল সোর্সিং এর সিনিয়র কমপ্লায়েন্স ম্যানেজার জনাব এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া কারখানার নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আজাদ আহমেদ পাটোয়ারীর সাথে, সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব আকরামুল আজম সেলিম, সহকারী জেনারেল ম্যানেজার জনাব মিল্টন গাজী, সহকারী জেনারেল ম্যানেজার জনাব রেজাউল আলমসহ সকল বিভাগ ও সেকশনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন পরিচালনা করায় উপস্থিত সকলেই নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।

কারখানায় সর্বমোট ১৭০৬ জন ভোটার আছেন যাদের মধ্যে নারী ভোটার ৯৪৮ জন ও পুরুষ ভোটার- ৭৫৮ জন। ০২ টি মহিলা বুথ ও ০২ টি পুরুষ বুথে সকাল ০৯ টা থেকে ভোট শুরু হয়ে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলে।

ভোটগ্রহন শেষে প্রার্থী, নির্বাচন পরিচালনা কমিটি, বিভিন্ন সেকশন ও বিভাগীয় প্রধান, এনজিও প্রতিনিধির উপস্থিতিতে ভোট গণনা করা হয়।

সর্বমোট প্রাপ্ত মোট ভোট ১৪৮৫, যার মধ্যে বাতিল বা নষ্ট ভোট সংখ্যা ছিলো ৪৩ টি। সর্বোচ্চ প্রাপ্ত ভোট ২৯৮ ও সর্ব নিম্ন প্রাপ্ত ভোট ০২ টি।

নীট প্লাস লিমিটেডের মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগের ব্যাবস্থাপক জনাব খন্দকার যোবায়ের নির্বাচনকে সার্বিকভাবে অংশগ্রহণমুলক ও উৎসবমুখর করায় সকল ভোটার, সাধারণ শ্রমিক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও, তিনি সকল সেকশন ও বিভাগের প্রধানদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।

আরএমজি টাইমসকে খন্দকার যোবায়ের জানান, নির্বাচিত সদস্যগণ সবাই মিলে একজন সহ-সভাপতি নির্বাচন করবেন। শ্রমিক প্রতিনিধি ১২ জন ও মালিক প্রতিনিধি ০৬ জনের সমন্বয়ে আগামী দুই বছরের জন্য ১৮ জন সদস্য বিশিষ্ট একটি অংশগ্রহণকারী কমিটি গঠন করা হবে। এই কমিটি আগামী দুই বছর শ্রমিক – মালিক উভয়ের স্বার্থ রক্ষায় পারস্পারিক সহমর্মিতা ও আন্তরিকতা নিয়ে কাজ করবেন, যা প্রচলিত আইনের সাথে সমঞ্জস্য হবে।

শ্রমিক-মালিক সম্পর্ক অতিতের মতই একটি পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে, তিনি নতুন কমিটির উপস্থিত সবাইকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনে দ্রুত ব্যাবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।