Logo

ইরাকের সঙ্গে বাণিজ্য যোগাযোগে গুরুত্বারোপ বিজিএমইএর

RMG Times
রবিবার, আগস্ট ২৭, ২০২৩
  • শেয়ার করুন

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধি দল ইরাকের ইরবিলে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বৈদেশিক সম্পর্ক বিভাগের মন্ত্রী সাফিন দিজায়ীর সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশ-ইরাকের বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে নিবিড় যোগাযোগ গড়ে তোলার ওপর জোর দেন। তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের ইরাক ভ্রমণের সুবিধার্থে ভিসা ও কনস্যুলার সেবা প্রদান দ্রুততর ও সহজ করার জন্য মন্ত্রীকে অনুরোধ জানান। বাংলাদেশ ও ইরাকের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার পদক্ষেপ নেয়ারও অনুরোধ করেন।

বিজিএমইএ প্রতিনিধি দলে ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি, বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল, বাংলা পোশাক লিমিটেডের পরিচালক মো. শওকত হোসেন এবং বনিকা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিশের খান। বৈঠকে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল বারী এবং কুর্দিস্তান-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ড. আহমেদ জালালও উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা বাণিজ্য সম্ভাবনা খুঁজে বের করা এবং পারস্পরিক সুবিধা অর্জনের জন্য বাংলাদেশ ও ইরাক, বিশেষ করে কুর্দিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক কীভাবে জোরদার করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা করেন।

বাণিজ্য সুযোগগুলো চিহ্নিত করার জন্য উভয় পক্ষই একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে করে উভয় পক্ষই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে সক্ষম হয় এবং উভয় দেশই যুগপৎভাবে লাভবান হতে পারে।

ফারুক হাসান ইরাককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘স্বাধীনতার পর পরই বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে যে ক’টি দেশ স্বীকৃতি দিয়েছে, ইরাক তাদের মধ্যে অন্যতম।’

তিনি উষ্ণ আতিথেয়তা প্রদর্শন এবং তাকেসহ বিজিএমইএ প্রতিনিধি দলকে ভিআইপি প্রটোকল প্রদানের জন্য পররাষ্ট্র সম্পর্ক মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানান।

কৃতজ্ঞতাঃ বনিক বার্তা