গত ২৫শে আগস্ট’২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন এর ৩য় কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে বিজিআইএফটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিআইএসটি), গাজীপুর এ।
উক্ত সভায় সভাপতিত্ব করেছেন মো রাজিবুল ইসলাম। সন্ধ্যা ৭.০০ ঘটিকায় ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মো সজিবুল ইসলামের সঞ্চালনায় মো সাইফুল ইসলামের কন্ঠে পবিত্র কোরআন তেলওয়াত তর্জমা এবং পরবর্তীতে উপস্থিত সকলের মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সূচনা হয়। এরপর একে একে মো মাহমুদুল হক, সোহেল রানা সবুজ, ফরহাদ রেজা, মনিরুজ্জামান মনির, গোলাম মোস্তফা, শেখ সাবের, মো আসাদুজ্জামান, ডাঃ নুসরাত ঝুমা, তাসনিম আলম, তারেকুল ইসলাম, তানভীর হোসেন রাজু, মোহাম্মদ ইমরান ও শাহপরান পারভেজ তাদের মুল্যবান বক্তব্য রাখেন। সভায় পরবর্তী ক্রিকেট টুর্নামেন্টের সম্ভাব্য তারিখ, পাঠাগার নির্মাণ, ফাউন্ডেশনের অর্গানাইজিং সদস্যদের ভবিষ্যৎ পরিকল্পনা, মাসিক চাঁদা বিষয়ক, সদস্যদের প্রতি হয়রানীমুলক অভিযোগবিষয়ক, ফ্রি মেডিক্যাল ক্যাম্প , ফ্রি অনলাইন ট্রেনিং ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ডাঃ নির্বাচিতা হক খান, সাদ্দাম হোসেন জনি, ফয়সাল আহম্মেদ, মোবারক হোসেন, আশরাফুল আলম, নিরুপমা আক্তার, নাবিউল ইসলাম আপন, মরজিনা খাতুন মৌ, আব্দুর রহমান, সালমা আক্তার মেঘলা, আজিদা খাতুন ও হাসনা খাতুন। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন ওমর ফারুক, রাকিব, রনি, সম্রাট, জান্নাতুল মাওয়া, আবু সাঈদ, হাবিব, আবু কাদের, শুভ প্রমুখ।
সভা চলাকালীন সময়ে কেক কেটে ও উপহার দিয়ে সভাপতি জনাব মোঃ রাজিবুল ইসলামের জন্মদিন উদযাপন করা হয়েছে। পরিশেষে একটি আনন্দঘন পরিবেশে বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন এর ৩য় কার্যনির্বাহী সভার মূলতবী ঘোষণা করা হয়েছে।
মতামত লিখুন :