নিজস্ব সংবাদদাতা: মোল্লা সুপার সল্টের একটি সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে গ্যাস বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ফতুল্লার এনায়েতনগরের ধর্মগঞ্জের মাওলাবাজার এলাকায় অবস্থিত মোল্লা সুপার সল্টের প্রতিষ্ঠানে সোমবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর নিজাম উদ্দিনের ছেলে সরদার সাহাবুদ্দিন (৩৮), একই এলাকার নাসির উদ্দিনের ছেলে আলমাছ তালুকদার (২৮) ও ইব্রাহিম (৩০)। এসময় আরো ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অন্য ২জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে।
মোল্লা সুপার সল্টের মেকানিক্যাল টেকনিশিয়ান মাসুম জানান, সকাল সাড়ে ৮টার দিকে ১০ শ্রমিক হাউস পরিস্কার করতে নামে । দুপুর দেড়টার দিকে বিষক্রিয়ায় তারা সকলেই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অপর নিহত ইব্রাহিমকে ঢামেক হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ইব্রাহিমের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়িঁ ইনচার্জ মোজাম্মেল বলেন, লাশ মর্গে আছে।
খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাহমিনা নাজমীন জানান, সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ার ওই দু’শ্রমিকের মৃত্যু হয়েছে। ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আরো ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী পুলিশ সুপার (ফতুল্লা) মোঃ শরফুদ্দীন জানান, প্রথমে ৫জন আহত হয়। তাদের সাহায্য করতে গিয়ে আরো ৩জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করে। আরো ৬জনের মধ্যে ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে এবং ২জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিহত দু’জন মোল্লা সুপার সল্টের কর্মচারী। নিহত ২জনের লাশ খানপুর হাসপাতাল মর্গে রয়েছে।
মতামত লিখুন :