Logo

বকেয়া বেতনের দাবীতে গেইটওয়ে ফ্যাশনের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

Fazlul Haque
সোমবার, মে ৯, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক নিউজ: বকেয়া বেতনের দাবীতে গেইটওয়ে ফ্যাশন লিঃ শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেছে। সোমবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে ঐ কারখানার শ্রমিকরা।

রূপগঞ্জে অবস্থিত এই নীট গার্মেন্টসটি বিজিএমইএ এর সদস্য। মালিক কর্তৃপক্ষের গত ২৫ এপ্রিল বেতন দেওয়ার কথা ছিল কিন্তু কোন পূর্ব নোটিশ না দিয়ে মালিক কর্তৃপক্ষ ২৯ এপ্রিল গামেন্টসটির গেইটে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। ফলে প্রায় ৪০০ শ্রমিক আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে।

সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, রুহুল আমিন সোহাগ প্রমুখ।

নেতৃবৃন্দ অবিলম্বে গেইটওয়ে ফ্যাশন লিঃ এর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, বন্ধ কারখানা খুলে দেয়া এবং দোষী মালিককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।