Logo

‘পাঁচ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে পোশাক খাতের বিদেশি শ্রমিকরা’

Fazlul Haque
রবিবার, মে ৮, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ‍”তৈরি পোশাক খাতে দক্ষ শ্রমিকের অভাবে বছরে ৫ বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যাচ্ছে। যা মোট পোশাক রপ্তানি করে অর্জিত অর্থের এক-পঞ্চমাংশ এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থের এক-তৃতীয়াংশ। দেশে দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে এই বিপুল পরিমাণ অর্থ বাইরে যাওয়া রোধ করা সম্ভব হবে।”

B1-image

শনিবার দুপুরে রাজধানীর শ্রম সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এবং গবেষণাপত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তেজগাঁও এর টেলিকম ট্রেনিং সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রম সচিব মিকাইল শিপার ও শ্রম মন্ত্রণালয়ধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও বিভাগের প্রতিনিধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের (এনএসডিসি) প্রধান নির্বাহী এবি খোরশেদ আলম।

মো. মুজিবুল হক চুন্নু বলেন, তৈরি পোশাক শিল্পে প্রায় ৪০ লক্ষ শ্রমিক কর্মরত আছে। গার্মেন্টস শ্রমিকরা দেশের বাইরেও যাচ্ছে। কিন্তু দেশের পোশাক খাতে অধিকাংশ এক্সপার্টই বিদেশী। তারা বছরে প্রায় ৫ বিলিয়ন ডলার বাইরে নিয়ে যাচ্ছে। যা মোট পোশাক রপ্তানি করে অর্জিত অর্থের প্রায় এক-পঞ্চমাংশ।

বাংলাদেশে ব্লেজার তৈরি শ্রমিক, মার্চেন্ডাইজার ও টেক্সটাইল বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলে এই অর্থ বাইরে পাঠানো রোধ করা সম্ভব হবে। এ ব্যাপারে তথ্য যাচাই-বাছাই করে উদ্যোগ নেবে সরকার।