Logo

লস অ্যাঞ্জেলসের পোশাক মেলায় বাংলাদেশ

RMG Times
সোমবার, জুলাই ৩১, ২০২৩
  • শেয়ার করুন


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া মার্কেট সেন্টারে অনুষ্ঠিত অ্যাপারেল সোর্সিং বা তৈরি পোশাকের মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। জার্মানির বিখ্যাত প্রদর্শনী আয়োজক সংস্থা মেসে ফ্র্যাঙ্কফুর্ট একেবারে নতুন করে এ মেলার আয়োজন করেছে। দুই দিনব্যাপী এ মেলা গত ২৫ জুলাই শুরু হয়ে শেষ হয়েছে ২৬ জুলাই। বাংলাদেশ থেকে এতে অংশ নিয়েছে এ আর জিন্স প্রডিউসার।

গতকাল মেসে ফ্র্যাঙ্কফুর্টের বাংলাদেশ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ মেলায় তুলা থেকে ব্যবহারযোগ্য কাপড় এবং অত্যাধুনিক বুনন থেকে জটিল লেসের পাশাপাশি তৈরি পোশাকের জন্য আনুষঙ্গিক সম্পূর্ণ ফেব্রিকের প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে সারা বিশ্বের পেশাদার, ডিজাইনার, সরবরাহকারী এবং ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাইওয়ান, তুরস্কসহ বিশ্বের ১৫টি দেশ থেকে ৮৫টিরও বেশি প্রদর্শক অংশ নিয়েছে অ্যাপারেল সোর্সিং লস অ্যাঞ্জেলেসের এই প্রদর্শনীতে।

কৃতজ্ঞতাঃ সমকাল