Logo

একটিভ গ্রুপে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা কর্মসূচি অনুষ্ঠিত

RMG Times
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: একটিভ গ্রুপের প্রতিষ্ঠান ফাইজা বাটন এন্ড জিপার লিমিটেড ও ঢাকা আই কেয়ার হাসপাতাল (উত্তরা) এর যৌথ উদ্দোগ্যে সমাজ সেবার উদ্দেশ্যে গতকাল (১২ জুলাই ২০২৩), দিনব্যাপি ফাইজা বাটন এন্ড জিপার লিমিটেডে এ কর্মরত সকল শ্রমিক- কর্মচারীদের জন্য বিনামূল্যে অত্যাধুনিক মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়েছে।

চক্ষু পরীক্ষার কাজ সম্পাদন করেন ঢাকা আই কেয়ার হাসপাতালের ডাঃ ওয়াহিদ করিমসহ, এমবিবিএস (ঢাবি) ও সিসিডি (বারডেম), চক্ষু বিশেষজ্ঞ এ.কে.এম মাহমুদুল ইসলাম (ডিপুটি জেনারেল ম্যানেজার), সাইদুল মোরসালিন, সাব্বির বিল্লা প্রমূখ।

একটিভ গ্রুপের পক্ষ থেকে সাবিহা জামান (বিভাগীয় প্রধান- মানব সম্পদ) উক্ত চক্ষু সেবা আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উক্ত আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মোঃ সোহেল রানা (ব্যবস্থাপক- প্রশাসন ও মানব সম্পদ) এবং সার্বিক তত্বাবধায়নে ছিলেন জনাব আল- আমিন ( ব্যবস্থাপক- প্রশাসন), মনিরুল ইসলাম, এমদাদুল হক, জাবেদ গাজী, মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকেই।

উক্ত আয়োজনের এক পর্যায়ে, সাবিহা জামান (বিভাগীয় প্রধান- মানব সম্পদ) ঢাকা আই কেয়ার হাসপাতালের এর পরিচালক পরিষদকে ধন্যবাদ জানান উক্ত সেবামূলক কার্যকালাপ পরিচালনা করার জন্য। সেই সাথে একটিভ গ্রুপের মতো সকল শিল্প প্রতিষ্ঠানকে সমাজ সেবার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময়  আরও জানানো হয়, ইতিপূর্বে একটিভ গ্রুপ একাধিকবার সামাজিক কর্মকান্ডে বিভিন্নভাবে অসামান্য ভূমিকা রাখার হাত বাড়িয়ে উদারতার মনোভাব পোষণ করেছেন এবং ভবিষ্যতে এধরণের কার্যক্রম অব্যহত রাখার বিষয়ে আশা প্রকাশ করেন।