Logo

ওয়ালটনের আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক শিল্প মেলা শুরু ১০ আগস্ট

RMG Times
সোমবার, জুলাই ১০, ২০২৩
  • শেয়ার করুন

ঢাকায় আন্তর্জাতিক শিল্পমেলা আয়োজন করতে যাচ্ছে ওয়ালটনের অ্যাডভান্সড টেকনোলজি সলিউশনস বিভাগ। আগামী ১০ আগস্ট আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এক্সপো-২০২৩’ শিরোনামে তিন দিনের এই মেলা শুরু হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ বলেন, আন্তর্জাতিক এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আমদানি বিকল্প গুণগতমানের কম্পোনেন্টস, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও টেস্টিং সলিউশনস প্রদানের মাধ্যমে দেশীয় শিল্পের ক্ষমতায়ন বাড়ানো, শিল্প খাতের শক্তিশালী করা, দেশের আমদানিনির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও সুসংহত করা এবং অর্থনৈতিক সমৃদ্ধির অর্জনের অগ্রগতিকে বেগবান করা।

এটি বাংলাদেশে একক কোনো প্রতিষ্ঠানের প্রথম কোনো আন্তর্জাতিক শিল্প মেলা। এতে একই ছাদের নিচে সমাহার ঘটবে পরিবেশবান্ধব গ্রিন প্রযুক্তির এনার্জি সেভিং সব ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, টেস্টিং ল্যাব, ফ্যাসিলিটি ও মেশিনারিজসহ অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন।

কৃতজ্ঞতাঃ সমকাল