Logo

পোশাক কারখানার খালি জায়গায় গাছ লাগানোর অনুরোধ বিজিএমইএর

RMG Times
সোমবার, জুলাই ১০, ২০২৩
  • শেয়ার করুন

পোশাক কারখানা এবং সংশ্লিষ্ট অফিসের অভ্যন্তরে খালি জায়গায় গাছের চারা রোপণে সদস্য কারখানাগুলোকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে এ খাতের উদ্যোক্তা রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। তৈরি পোশাকের ক্রেতা প্রতিষ্ঠান, সমজাতীয় ও সংশ্লিষ্ট পশ্চাৎ-সংযোগ শিল্পপ্রতিষ্ঠানকেও একই অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি বিজিএমইএর পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়। পাশাপাশি বিজিএমইএর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উদ্যোগও নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী এ কার্যক্রম আজ সোমবার শুরু হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষা এবং পরিবেশ সহায়ক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে বাংলাদেশের পোশাক খাত নেতৃত্বের জায়াগায় রয়েছে। পরিবেশসম্মত ভবন নির্মাণে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল স্বীকৃত সর্বোচ্চ মানের বিশ্বসেরা ১০০ লিড সনদের কারখানার ৫৪টিই বাংলাদেশে।

কৃতজ্ঞতাঃ সমকাল