Logo

স্নোটেক্স গ্রুপ ও আলোকিত কালিহাতীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

RMG Times
শনিবার, জুন ৩, ২০২৩
  • শেয়ার করুন

আগামী ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’

এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণমুক্ত সবুজ পরিবেশ গড়তে স্নোটেক্স গ্রুপ ও আলোকিত কালিহাতীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে কালিহাতি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বিভিন্ন ধরনের ফল, ঔষধি ও কাঠ জাতীয় প্রায় ৫০০ শ’ চারা গাছ রোপন ও বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাস্টেন্যাবল ম্যানেজমেন্ট সিষ্টেম বাংলাদেশের প্রধান নির্বাহী ও আলোকিত কালিহাতীর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল আলিম ও স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব আব্দুস সালাম এবং আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগধারার সম্পাদক ও আলোকিত কালিহাতীর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সরকার, বিশিষ্ট কৃষিবিদ জমির আলী ও আরএমজি টাইমস এর প্রতিনিধিবৃন্দসহ ২০ ততোধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচির পৃষ্ঠপোষোকতায় স্নোটেক্স গ্রুপের ভূমিকা ছিলো অন্যতম। পোশাক পৃথিবীর অন্যতম পরিচিত নাম স্নোটেক্স গ্রুপ। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ নিরাপদ রাখতে তাদের রয়েছে ব্যতিক্রমি কিছু উদ্যোগ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে এই পৃথিবীকে রক্ষার প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতি বছর শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা উপহার দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এবছর সারাদেশে ১ লক্ষ গাছ লাগানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে স্নোটেক্স গ্রুপ। উক্ত ধারাবাহিকতায় ‘পরিবেশ সপ্তাহ ২০২৩’ পালনের অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযানে স্নোটেক্স গ্রুপের সম্মানিত ব্যক্তিবর্গের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন ও “আলোকিত কালিহাতি” নামক সেচ্ছাসেবামুলক প্রতিষ্ঠানের সহযোগিতায় এই বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

এছাড়াও বৃক্ষরোপন কর্মসূচিতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলেন দৈনিক যুগধারা এবং আরএমজি টাইমস এর স্টাফ রিপোর্টারবৃন্দ।