Logo

ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরি চান পোশাক শ্রমিকরা

RMG Times
শনিবার, মে ৬, ২০২৩
  • শেয়ার করুন

ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানিয়েছেন তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের’ ব্যানারে মানববন্ধন ও সমাবেশে তাঁরা এ দাবি জানান।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দেশে নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বেড়ে চললেও মজুরি বাড়েনি। ফলে তাঁদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে। বিদ্যমান মজুরিতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। মজুরি কম হওয়ায় তাঁরা পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারছেন না। পুষ্টিহীনতায় ভুগে বয়স হওয়ার আগেই কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।

সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি নাজমা আক্তার বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন পোশাক শ্রমিকরা। কিন্তু এ শিল্পের শ্রমিকরা অত্যন্ত নিম্ন মজুরিতে শ্রম দিয়ে যাচ্ছেন। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাঁদের জীবনযাত্রার মান একেবারেই নিম্নমুখী। এ ছাড়া দেশে ‘শ্রম আইন-২০০৬’ এর সঠিক বাস্তবায়ন না থাকায় শ্রমিকদের অধিকার প্রায় ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে। তাঁরা ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবি জানান।

সেন্টার ফর ডায়ালগের (সিপিডি) বরাত দিয়ে নাজমা আক্তার বলেন, ঢাকার কেন্দ্রস্থলে বসবাসরত এক ব্যক্তির শুধু মাসিক খাবার খরচ ৫ হাজার ৩৩৯ টাকা। চারজনের একটি পরিবারের ক্ষেত্রে এ খরচ হচ্ছে ২১ হাজার ৩৫৮ টাকা। এ খরচের সঙ্গে এক কক্ষের ঘর ভাড়া, গ্যাস-বিদ্যুতের বিল, চিকিৎসা ব্যয়, স্বাস্থ্য সুরক্ষার পণ্য ক্রয়, সন্তানের পড়ালেখার খরচ, যাতায়াত, মোবাইল ফোন ও ইন্টারনেটের বিল আছে। গণপরিবহনের ভাড়াও বেড়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বলেন, প্রতিনিয়ত দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সে ক্ষেত্রে ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি দিয়ে শ্রমিকদের পরিবার-পরিজনকে নিয়ে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। পোশাক শিল্পে শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনমানের কথা বিবেচনা করে অনতিবিলম্বে ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

সমাবেশে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যুগ্ম সাধারণ সম্পাদক ঊর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খান, হোপলোন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হালিমা বেগম, আরএমজি ওয়ার্কার্স ফোরামের চেয়ারম্যান লিলি বেগম, ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিক ইউনিয়নের জলি আক্তার, ন্যাচারাল ডেনিমস লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।

কৃতজ্ঞতাঃ সমকাল