ডেস্ক রিপোর্টঃ ইউএসএআইডির আর্থিক সহায়তায় ডেমোক্রেসি ইন্যারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) বাংলাদেশ প্রকল্পের আয়োজনে চট্টগ্রামে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরামের একশন প্ল্যানিং সভা ও ঈদ পূর্ণমিলনী ৩০ এপ্রিল,২০২৩ ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রাম রিজিয়ন কনফারেন্স হলে অনুষ্টিত হয় ।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম চট্টগ্রামের আহবায়ক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক কর্মকাণ্ড উপস্থাপন করেন জ্যৈষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক সদরুল আমিন, রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক এডভোকেসি কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন আঞ্চলিক সম্বন্বয়ক মোহাম্মদ ওবায়দুর রহমান । সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্ত গুলো উত্তাপন করা হয় । এর পর মুক্ত আলোচনা অনুষ্টিত হয় । এতে অংশগ্রহন করেন ফোরামের যুগ্ম আহবায়ক মোঃ ইরফানুল হাসান রকি, তাসরিফুল ইসলাম জিল্লু, ফোরামের সদস্য সুলতানা রহমান, মাহমুদুর রহমান (মান্না), ফারহানা আখতার, মুহাম্মদ মামুনুর রশীদ, মোহাম্মদ ইয়াসির আরাফাত,তাজলিনা আকতার মনি, কাইয়মুর রশিদ বাবু,জিন্নাত সুলতানা ঝুমা,মোহাম্মদ আরিফ,পারভীন আক্তার ফারহানা,তারেক রহমান। এছাড়াও আয়েশা ছিদ্দীকা,নাজমা সুলতানা,শেখ শারমিন আক্তার সাথী, ইকবাল হোসেন সুমন উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতিনিধিত্বের সমন্বয়ে আন্তঃদলীয় রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক এডভোকেসী সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয় । সভায় মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম (এম এ এফ) চট্টগ্রামের সদস্য গণ উপস্থিত ছিলেন ।
মতামত লিখুন :