নিজস্ব প্রতিনিধিঃ ৭ এপ্রিল, শুক্রবার কালিয়াকৈরের লতিফপুরে দারুস সুন্নাহ হিফয মাদ্রাসা ও ঘাটাইল উপজেলার রসুলপুর ছাওতুল হেরা হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করে আদিফা মেমোরিয়াল ট্রাস্ট। পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও পথশিশুদের মুখে এক চিলতে হাসি ফুটাতে নেয়া উদ্যোগের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। কালিয়াকৈর দারুস সুন্নাহ হিফয মাদ্রাসায় ইফতার ও রাতের খাবারের আয়োজনের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল আলিম। এদিকে ঘাটাইলের রসুলপুর ছাওতুল হেরা হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত ইফতারে আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জ্বনাব লোকমান হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সাথে ইফতার গ্রহন করেন। ইফতারের আগে দেশ জাতির কল্যানে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল আলিমের জেষ্ঠ কন্যা আদিফা জাহান বিনতে আলিম ২০২১ সালের ২৯ আগস্ট ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ১০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে। সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে থেকে আদিফার স্মৃতিকে অম্লান করে রাখতেই গঠন করা হয় আদিফা জাহান বিনতে আলিম মেমোরিয়াল ট্রাস্ট।
মতামত লিখুন :