Logo

গার্মেন্টস শিল্পে নিম্নতম ২৩ হাজার টাকা মজুরি দাবি

RMG Times
রবিবার, মার্চ ১৯, ২০২৩
  • শেয়ার করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সাশ্রয়ী মূল্যে শ্রমিকদের পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, গার্মেন্টস শিল্পে ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণাসহ তিন দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশন।

আজ শুক্রবার রাজধানীর তোফখানা রোডে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি করে সংগঠনটি। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়াসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতিত্বে কামরুল আহসান বলেন, ‘এখন বাজারে নিত্যপণ্যের দাম বেশি। শ্রমিকদের চলা কষ্টকর হয়ে যাচ্ছে। এ অবস্থায় তাদের বেতন বাড়ানো জরুরি। তাই আমরা বলতে চাই, গার্মেন্টস শ্রমিকদের ৬৫ শতাংশ বেসিকসহ ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণা ও দ্রুত প্রকৃত শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে মজুরি বোর্ড গঠন করা হোক।’

তিনি আরো বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার জনজীবন অসহনীয় পর্যায় চলে গেছে। সামনে রমজান মাস, এর মধ্যেই বাজারে পণ্যমূল্য বেড়েই চলেছে।’

সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানানো হয়। শ্রমিকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির জন্য সাশ্রয়ী মূল্যে শ্রমিকদের পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানানো হয়। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের প্রস্তাবিত ২৩ হাজার টাকা জাতীয় নিম্নতম মজুরি ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া আগামী ৭ এপ্রিল ২০২৩ জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩ দাবি নিয়ে মানববন্ধন করা হবে বলে জানানো হয়।

কৃতজ্ঞতাঃ কালের কণ্ঠ