Logo

এমপ্লয়ীদের জন্য রেশন ব্যবস্থা চালু করলো এসএমএস

RMG Times
শনিবার, মার্চ ১৮, ২০২৩
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: মুদ্রাস্ফীতি ও বর্তমান বাজারদর সাধারণ মানুষের জীবনমানকে চ্যালেঞ্জিং করে তুলেছে, প্রায় প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম। ফলে এর নেতিবাচক প্রভাব পড়ছে সবার ওপর।

আমেরিকাভিত্তিক অডিট ও প্রশিক্ষণ সেবাদানকারী প্রতিষ্ঠান সাস্টেইনেবল ম্যানেজমেন্ট সিষ্টেম বাংলাদেশ (এসএমএস বাংলাদেশ) তাদের এমপ্লয়ীদের জন্য রেশন ব্যবস্থা চালু করেছে। প্রতিমাসে কোম্পানীর পক্ষ থেকে চাল, ডাল, তেল, আটা, লবণ, চিনি ও গুড়ো দুধ দেয়া হবে। এমপ্লয়ী ও তাদের পরিবারের সদস্যদেরকে এই রেশনের আওতায় আনা হবে।

ঢাকার উত্তরাস্থ দ্য উইজডম ক্যাম্পাসে গত ১৬ মার্চ এই রেশন কার্যক্রমের উদ্বোধন করেন এসএমএস এর প্রধান নির্বাহী জনাব আব্দুল আলিম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীট প্লাস লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব আজাদ আহমেদ পাটোয়ারী ও ইটেক্স সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাসেল পারভেজ।

জনাব আব্দুল আলিম বলেন, ‘আমাদের কোম্পানীর মূল লক্ষ্য এমপ্লয়ীদের সন্তষ্টি। বর্তমান মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বৃদ্ধি এমপ্লয়ীদের যেন বিপাকে না ফেলে সেজন্যই এই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি। আমি তাদেরকে আমার পরিবারের সদস্য মনে করি, তাই আমি চাই তারা সবসময় ভালো থাকুক’।

জনাব আজাদ আহমেদ পাটোয়ারী ও জনাব রাসেল পারভেজ এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সবার সাফল্য কামনা করেন।