Logo

স্নোটেক্স ফেয়ার প্রাইস শপ এর শুভ উদ্বোধন

RMG Times
সোমবার, মার্চ ১৩, ২০২৩
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: স্নোটেক্স তার শ্রমিক/কর্মচারীদের সুযোগ সুবিধার বিষয়গুলো প্রাধান্য দিয়ে এসেছে সবার আগে। এই প্রতিষ্ঠানে ১৯ হাজার কর্মী কাজ করেন, স্নোটেক্স তাদের সবাইকে নিজ পরিবারের অংশই মনে করেন। কারখানায় কাজ করতে কোনো শ্রমিক-কর্মচারীকে টিফিন ক্যারিয়ার হাতে করে নিয়ে আসতে হয় না। কারণ এই ১৯ হাজার কর্মীর জন্যই দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে একেবারে বিনামূল্যে। পাশাপাশি রয়েছে শ্রমিকদের ফ্রি চিকিৎসার ব্যবস্থাও।

এরই ধারাবাহিকতায় যুক্ত হলো “স্নোটেক্স ফেয়ার প্রাইস শপ”। গত ১২ই মার্চ ২০২৩ “স্নোটেক্স ফেয়ার প্রাইস শপ” এর শুভ উদ্বোধন করা হয়।

“স্নোটেক্স ফেয়ার প্রাইস শপ” থেকে শ্রমিক/কর্মচারী ভাই-বোনেরা বাজার মুল্যের চেয়ে গড়ে সকল পণ্য ১৩% কম মুল্যে কিনতে পারবেন। কারণ স্নোটেক্স সাপ্লাইয়ার কোম্পানী থেকে যে দামে কিনবে, সে দামেই বিক্রয় করবে। এমন কি ফ্রি প্রোডাক্টগুলোর দাম ধরে মূল-প্রোডাক্ট থেকে দাম কমিয়ে বিক্রয় করবে। দ্রব্যমূল্যের উর্ধগতির এই সময়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।