নিজস্ব প্রতিনিধি: নতুন বছরকে সাদরে গ্রহন করতে নানা আয়োজন করা হয় শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারী এমবিএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কাটিং এজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। দিনব্যাপী এই আয়োজনে ছিল পিঠা উৎসব, খেলাধুলা ও জন্মদিন পালন।
সকল আয়োজনের মূল আকর্ষণ ছিল পিঠা উৎসব। রং-বেরঙের পিঠার জমায়েত দেখা যায় পুরো প্রাঙ্গণে। এই পিঠা উৎসবে কারখানার শ্রমিকরা তাদের বাসা থেকেই বিভিন্ন ধরনের পিঠা তৈরী করে নিয়ে এসে অংশগ্রহন এবং প্রদশর্ন করেন । সিনিয়র ম্যানেজমেন্ট পিঠা উৎসব ঘুরে ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন।
পরবর্তীতে ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়, সেখানে বিভিন্ন ধরনের খেলায় সবাই অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
এরপর কোম্পানিতে কর্মরত শ্রমিকদের মধ্যে যাদের এই দিনে জন্মদিন ছিল তাদের জন্য কেক কেটে জন্মদিন উৎযাপন করা হয় ।
পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমবিএম গ্রুপের উপ-মহা ব্যবস্থাপনা পরিচালক জনাব মেহরোজ জলিল ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ সাইফুর রহমান এবং কাটিং এজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব কুশাল থেনুয়ারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান জনাব সাগর কুমার পোদ্দার।
এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কোয়ালিটি জিএম মোঃ আরিফুল ইসলাম ও প্রোডাকশন জিএম আসাঙ্কা লাকমালসহ সকল সেকশনের কর্মকর্তা,কর্মচারী ও অংশগ্রহনকারী কমিটির সদস্য বৃন্দ।
সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জনাব মোঃ মেহরোজ জলিল বলেন, “আমরা এখানে যারা কাজ করি তারা সবাই সুখ ও দুঃখের সমান ভাগিদার, আমাদের প্রধান উদ্দেশ্য শ্রমিক ভাই-বোনদের ভালো রাখার চেষ্টা করা ও তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করা”।
জনাব ইঞ্জিনিয়ার মোঃ সাইফুর রহমান বলেন, “কর্মীর সু-স্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ কর্ম পরিবেশ তৈরী করা, আনন্দ বন্টন এবং মানসিক তৃপ্তি দেয়াই আমাদের প্রধান লক্ষ্য”।
জনাব কুশাল থেনুয়ারা বলেন, “কাটিং এজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের একজন কর্মকর্তা হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। এটা সম্পূর্ন ব্যতিক্রমধর্মী একটি প্রতিষ্ঠান এখানে আমাদের মালিক জনাব ওয়াসিম রহমান প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী কিভাবে ভাল থাকবে সেটা নিয়ে বেশি কাজ করেন। তিনি মনে করেন কর্মীরা ভাল থাকলে, কোম্পানি ভাল চলবে। সেজন্যই আমাদের নতুন বছরের এই আয়োজন”।
জনাব সাগর কুমার পোদ্দার বলেন, “সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও স্বাগতম। এই কারকানার পরিবেশকে কর্মীবান্ধব করতে আমরা সর্বদা প্রস্তুত। সবাইকে নিয়ে দলগতভাবে সব কিছু অর্জন করাই আমাদের লক্ষ্য। এই ধরনের সংস্কৃতি ধরে রাখবো এবং আগামীতে আরো ভালোভাবে উদযাপন করার চেষ্টা করবো”।
কারখানার সুইং সেকশনের অপারেটর মোছাঃ শাপলা আক্তার বলেন, “আমি সঠিক ভাবে জানিনা আমার জন্মদিন কোনদিন। এখানকার মানব সম্পদ বিভাগের ম্যাডামরা সবাইকে ডেকে এনে বিভিন্ন উপহার দিয়ে সবার জন্মদিন পালন করেন যেটা আমার কাছে খুব আনন্দের”।
ফিনিশিং সহকারী মোছাঃ নাজমা খাতুন বলেন, “আমি এখানে কাজ করি ৮ বছর যাবৎ। এখানে প্রতি বছর এমন সুন্দর আয়োজন করে এবং খেলাধুলা, পিঠা উৎসব ও পিকনিকের আয়োজন করে। আমরা খুব মজা পাই এবং আনন্দ করি”।
পরিশেষে, সবার হাসি-খুশি ও আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে উৎসবমুখর দিনের সকল আয়োজনের সমাপ্তি ঘটে।
মতামত লিখুন :