Logo

বিশাল আয়োজনে এ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

RMG Times
মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: ২০১৭ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয়েছিল দেশের স্বনামধন্য ও শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক এ্যাপটেক গ্রুপের প্রধান কারখানাগুলোর প্রাঙ্গণ এ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তাই ইংরেজী নতুন বছর ২০২৩ এর প্রথম দিনে প্রতিষ্ঠানটি পালন করলো ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।

বর্ণীল এই আয়োজনে অংশ নিয়েছিলো কারখানার মালিক, শ্রমিক ও বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিসহ প্রায় ১০ হাজার মানুষ। সবার স্বতস্ফুর্ত অংশগ্রহনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পরিনত হয় মিলনমেলায়।

দিনব্যাপী আয়োজনে ছিলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরের খাবার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রেজাউল হোসেন কাজী।