Logo

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণের নানা আয়োজনে মূখর এমবিএম গ্রুপের এ্যাবসলিউট কোয়ালিটি ওয়্যার লিঃ এর প্রাঙ্গণ

RMG Times
মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: পুরাতন বছর শেষে নতুন বছরের আগমন ঘটবে এটাইতো নিয়ম। লীলাময় এই পৃথিবীর সংক্ষিপ্ত সময়কে তবুও মানুষ দিন, মাস, বছরের কালিক সীমায় চিহ্নিত করতে চায়। নতুন বছরকে সাদরে বরণ করতে চায়। শুধু চায়ই না, বর্ষবরণের জন্য উদগ্রীব অপেক্ষায় থাকে তারা। বছরের প্রথম দিনটিকে  প্রাণের উৎসব বলেই বিবেচনা করে শতভাগ রপ্তানীমূখী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ্যাবসলিউট কোয়ালিটি ওয়্যার লিমিটেড (একিউএল)। কেননা এই দিনেই ২০১৮ সালে এমবিএম গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে |

নতুন বছর ও  প্রতিষ্ঠানের ৫ম বর্ষপূর্তি  কে ঘিরে কর্মীদের মধ্যে ছিল  ব্যাপক  উৎসাহ ও উদ্দীপনা। রংধনুর বহিঃপ্রকাশ ঘটেছিলো আজ একিউএল এর কর্মীদের পোশাক সজ্জায়। বিভিন্ন সেকশনের কর্মীরা ভিন্ন ভিন্ন রং এর পোশাকে নিজেদের রাঙিয়েছিলো এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য।

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা এবং নতুন বছরকে বরণ করে নেয়ার কিছু মুহূর্ত

কারখানার হেড অফ অপারেশন জনাব মোঃ আমিনুল ইসলাম,  মানব সম্পদ বিভাগের এ জি এম জনাব মোঃ  আবু সাঈদ, সিনিয়র ম্যানেজার জনাব মোঃ হাবিবুর রহমান ও অংশগ্রহণকারী কমিটিসহ সকল স্টাফের উপস্থিতিতে  নতুন বছর ও  প্রতিষ্ঠানটির ৫ম বর্ষপূর্তির কেক কাটা হয়। এছাড়াও একই দিনে  কারখানার শতাধিক শ্রমিকের জন্মদিন হওয়ায় সকলকে শুভেচ্ছা কার্ড, গিফট প্রদান ও কেক কাটার মাধ্যমে তাদের জন্মদিন উদযাপন করা হয়।

কারখানার সুইং অপারেটর মোছাঃ জেসমিনের সঙ্গে কথা হলে তিনি আরএমজি টাইমসকে  জানান, “কর্তৃপক্ষ সকল বিষয়ে আমাদের যথেষ্ট মূল্যায়ন করে। এই কারখানায় যোগদানের পূর্বে আমি কখনও ভাবিনি আমার জন্মদিন উদযাপিত হবে। সাধ্য না থাকায় জন্মদিন উদযাপনের স্বাদ জাগেনি কোনোদিনই। কাজের মধ্যে থেকে ভুলেই গিয়েছিলাম আমার জন্ম তারিখ। আমার পরিবারেও কেউ কোনোদিন জন্মদিন উদযাপনের সুযোগ পায়নি, কিন্তু এই কারখানা কর্তৃপক্ষ আমাকে এই আনন্দ দিয়েছে। আমি কোনোদিন এই কারখানার কথা ভুলবো না। যতদিন কাজ করার সামর্থ্য আছে ততদিনই এই কারখানাতেই কাজ করে যাবো”।

শ্রমিকদের জন্মদিন পালন ও উপহার প্রদান

বছরের প্রথম দিন এবং কারখানার ৫ম বর্ষপূর্তি  উপলক্ষে এমবিএম গ্রূপের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইঞ্জি: মো: সাইফুর রহমান বলেন, “আমরা মনে করি সুষ্ঠ ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রমিকদের প্রফুল্ল রাখা আবশ্যক। আর এ ধরণের বিশেষ দিন উদযাপন কর্মীদের মানসিক স্বাস্থ্যের উপর অনেক ইতিবাচক প্রভাব ফেলে। যার দরুন কাজের প্রতি তাদের একঘেয়েমি কেটে যায় এবং কাজের প্রতি তারা আরও বেশি মনোযোগী হয়। এছাড়াও বিশেষ দিনগুলো এভাবে সম্মিলিতভাবে উদযাপনের মাধ্যমে আমরা ‘টিম ওয়ার্ক’ আরও গতিশীল করতে পারি”।

কারখানার হেড অফ অপারেশন জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন , “প্রতিটি কর্মীই  প্রতিষ্ঠানের প্রাণ। কর্মীদের এই প্রাণের সমাহার অটুট রাখতে এবং সুন্দর কর্ম পরিবেশ নিশ্চিত করতে সকলে সম্মিলিতভাবে প্রতি বছর এই দিনে  আমরা নতুন বছর ও বর্ষপূর্তি  উদযাপন করে থাকি। এছাড়াও সকল শ্রমিকদেরই জন্মদিন পালন করা হয় আমাদের কারখানায়”।

সবশেষে, সকলের মাঝে মিষ্টি ও নাস্তা বিতরণের মধ্য দিয়ে উৎসব মুখর দিনটির পরিসমাপ্তি ঘটে l