Logo

বর্ণীল আয়োজনে ‘এইচসিএসবি ফ্যামিলি ডে ২০২২’ অনুষ্ঠিত

RMG Times
মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২
  • শেয়ার করুন

ওয়াশিম মিয়া, নিজস্ব প্রতিনিধি : দেশের পোশাক শিল্পে কর্মরত মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের সংগঠন এইচআর এন্ড কমপ্লায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) এর আয়োজনে ‘এইচসিএসবি ফ্যামিলি ডে ২০২২’ গত শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) ঢাকার উত্তরাস্থ ফ্যান্টাসি আইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন এই আয়োজনে সংগঠনটির নিবন্ধিত সদস্যসহ অনেকেই স্বপরিবারে অংশগ্রহণ করেন।

সারাদিন ব্যাপী উৎসবমূখর নানা আয়োজনের মধ্যে ছিলো সকালের নাস্তা, দুপুরের খাবার, খেলাধুলা, আলোচনা সভা, লটারী, উপহার বিতরণ ও মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান।

এইচসিএসবি’র প্রতিষ্ঠাতা সদস্য জনাব আনোয়ার সাদাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজাইন এগ্রো পার্ক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাজিউল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনট্রাষ্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান, লুপডট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম, সাষ্টেন্যাবল ম্যানেজমেন্ট সিষ্টেম বাংলাদেশের প্রধান নির্বাহী জনাব আব্দুল আলিম, এইচসিএসবি’র প্রধান উপদেষ্টা কবীর আহমেদ লিনজু ও আলজি বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব নাজমুল হক তুষার।

উপস্থিত অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা এইচসিএসবি’র এই আয়োজনের প্রশংসা করেন এবং আগামী দিনের চলার পথেও সংগঠনটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ এইচসিএসবি’র প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার সাদাত, ইমরানুল ইসলাম, সোহেল রানা, এম সাখাওয়াত হোসেন হিমেল, রবিউল ইসলাম আপেল, টিপু সুলতান এবং কালিমুল্লাহ কালিমকে সম্মাননা প্রদান করেন।

এরপর, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা গান গেয়ে উপস্থিত সকলকে বিমোহিত করেন। নেচে-গেয়ে, হাসি-আনন্দে ফ্যামিলি ডে পরিনত হয় দারুন এক মিলনমেলায়।

লটারী আয়োজন ছিলো এই ফ্যামিলি ডে’র বিশেষ আকর্ষণ। প্রথম ৩০ জন বিজয়ীদের মধ্যে তুলে দেয়া হয় আকর্ষণীয় পুরষ্কার।

পরিশেষে, সবার সার্বিক কল্যান কামনা করে এইচসিএসবি ফ্যামিলি ডে ২০২২ এর পুরো দিনের এই বর্ণীল আয়োজনের সমাপ্তী ঘটে।