নিজস্ব প্রতিবেদক: দেশের শতভাগ রপ্তানীমুখী পোশাক কারখানা কটন ক্লোথিং (বিডি) লিঃ প্রতি বছরের মতো এবারেও তাদের সামাজিক দ্বায়িত্ববোধ থেকে গত ১২ ডিসেম্বর ২০২২ তারিখে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে কারখানায় কর্মরত শ্রমিকদের নিয়ে তারা গাজীপুরা বাসষ্ট্যান্ড থেকে গাজীপুরা ২৭ স্কুল পর্যন্ত “সচেতনতা গড়ে তুলি, ডেঙ্গু প্রতিরোধ করি” প্রতিপাদ্যে র্যালি করে।
র্যালি শেষে কারখানার ডিজিএম (অপারেশন) মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডিজিএম (মানব সম্পদ ও কমপ্লায়েন্স) মোঃ জাহিদ রহমান, সিনিয়র ম্যানেজার (মানব সম্পদ ও কমপ্লায়েন্স) মোঃ মনছুর রহমান উপস্থিত স্থানীয় হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ করেন।
মোঃ জাহিদ রহমান বলেন, নিরাপদ ও পরিবেশবান্ধব জীবন যাপন নিশ্চিতের লক্ষ্যে মানবাধিকার এবং সামাজিক দ্বায়িত্বশীলতার মূলনীতিকে প্রতিষ্ঠিত করতে কটন ক্লোথিং (বিডি) লিঃ কর্তৃপক্ষ সর্বদায় প্রতিশ্রুতিবদ্ধ। ডেঙ্গুকে প্রতিহত করতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।
জানা যায় কটন ক্লোথিং (বিডি) লিঃ কারখানাটি এরুপ অনেক সামাজিক এবং ধর্মীয় উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখে। এজন্য স্থানীয় লোকজন অত্যন্ত আনন্দিত এবং প্রতিষ্ঠানটির প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন।
মতামত লিখুন :