Logo

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে আর.এম.জি প্রফেশনাল গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

RMG Times
শুক্রবার, এপ্রিল ১৫, ২০২২
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: গাজীপুরে দারুল কোরআন ওয়াস সুন্নাহ মোগরখাল মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে গতকাল ১৪ই এপ্রিল ২০২২ (১লা বৈশাখ ১৪২৯) পোশাক শিল্প পেশাজীবিদের নিয়ে গঠিত আর.এম.জি প্রফেশনাল এফএনএফ গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরএমজি প্রফেশনাল এফএনএফ গ্রুপের প্রধান সমন্বয়ক মোঃ সজিবুল ইসলাম, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মাহবুব এ রাব্বানী, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ আহসান হাবিব হাসান, টি-ডিজাইন সোয়েটার্স এর অপারেশন ম্যানেজার মোঃ রাজিবুল ইসলাম, প্রীতি গ্রুপের ট্রান্সপোর্ট হেড জনাব সাদ্দাম হোসেন জনি, ড্রেসম্যান গ্রুপের জনাব বদরুল, ওডেসা সোয়েটারের আল মামুন ও রাজু শেখ, স্কাইলাইন গ্রুপের সবুজ ও তারেখ, মোহাম্মদী গ্রুপের মাহমুদ, এমটি সোয়েটারের জাহিদ, লায়লা স্টাইলের মিরন খন্দকার, প্রিটি সোয়েটার্সের ইমরান, রাজা ও তুহিন, স্নোটেক্সের ইরফান, টি ডিজাইন সোয়েটারের ফিরোজ ও তুর্যসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

ইফতারের দোয়ার পূর্বে আর.এম.জি প্রফেশনাল  এফএনএফ গ্রুপের প্রধান সমন্বয়ক মোঃ সজিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আল্লাহ তায়ালা যেন সবসময় আমাদের এতিমদের পাশে থাকার সুযোগ দেন । সমাজের যারা বিত্তবান রয়েছেন তাদেরসহ সবাই যে যার অবস্থান থেকে যদি এতিমদের খোঁজ খবর রাখেন তাহলে আর তাদেরকে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে না।”

তিনি এসময় তাদের লেখাপড়াসহ সত্যিকারের দেশপ্রেমিক হওয়া এবং সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিত্তবানদের এতিমদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করার জন্য আহবান জানান।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামীম হযরত মাওলানা মুফতি সোহরাব হোসাইন।