নিজস্ব প্রতিনিধি: পোশাক খাতের অন্তর্নিহিত সত্যকে প্রকাশ করার প্রত্যয় নিয়ে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারী জন্ম লাভ করেছিল অনলাইনভিত্তক সংবাদ মাধ্যম আরএমজি টাইমসের। গতকাল ২৮ ফেব্রুয়ারী ২০২২, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো রাজধানীর উত্তরাস্থ দ্য উইজডম ক্যাম্পাসে।
আরএমজি টাইমস পরিবার, লেখক প্যানেলের সদস্যবৃন্দ এবং পোশাক খাত সংশ্লিষ্ট মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবীরা এসময় উপস্থিত ছিলেন।
আগত সকলেই আরএমজি টাইমসের সাফল্য কামনা করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
আরএমজি টাইমস এর সম্পাদক জনাব আব্দুল আলিম আরএমজি টাইমসের ৬ বছরের এ যাত্রায় সঙ্গী হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আহবান জানান।
মতামত লিখুন :