নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও ডিজিটাল হেলথ সল্যুশনের মাধ্যমে টেলিমেডিসিন ও স্বাস্থ্য বীমা সুবিধা পাবে বিজিএমইএ সদস্যভূক্ত তৈরি পোশাক কারখানায় কর্মরত আড়াই লক্ষ পোশাক শ্রমিক।
বিজিএমই’র তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমূহে কর্মরত শ্রমিকদের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিজিএমইএ ও ডিজিটাল হেলথ সল্যুশন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
গত ১৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখে বিজিএমইএ’র মহাসচিব জনাব ফয়জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে সংযুক্ত প্রচারপত্রে আরও জানানো হয় ইতোমধ্যে ১ লক্ষ ৫০ হাজার পোশাক শ্রমিককে এই সেবা প্রদান করা হয়েছে। আরও ১ লক্ষ শ্রমিককে এর আওতায় আনা হবে।
প্রতিমাসে মাত্র ১৩ টাকা প্রিমিয়াম দিয়ে ২০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সেবা পাবে শ্রমিকরা। এই ১৩ টাকার মধ্যে শ্রমিক দেবে ৬.৫০ টাকা এবং মালিকপক্ষ দেবে ৬.৫০ টাকা।
পোশাক শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি, প্রসূতি সংক্রান্ত, কোভিড আইসোলেশন ও ডায়াগনস্টিক টেষ্টের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। এছাড়াও ২৪ ঘন্টা ডাক্তারের পরামর্শ পাওয়া যাবে।
মতামত লিখুন :