Logo

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হলেন রুবানা হক

RMG Times
বুধবার, ফেব্রুয়ারি ১৬, ২০২২
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক নির্বাচিত প্রথম নারী সভাপতি ড. রুবানা হক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি সদস্য ছিলেন। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের সহসভাপতি নির্বাচিত হন।

ড. রুবানা হকের জন্ম ১৯৬৪ সালের ৯ ফেব্রুয়ারি। পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল, হলিক্রস কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পুরুষোত্তম লালের প্রকাশনা সংস্থা ও রাইটারস ওয়ার্কশপের ওপর ‘রাইটারস ওয়ার্কশপ: এজেন্ট অফ চেঞ্জ’ বিষয়ে পিএইচডি করেছেন।

২০০৮ সালে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল নিয়ে এমএ করেন।