নিজস্ব প্রতিনিধি : সাভারের উলাইল এলাকার নোভেল টাওয়ার নামে একটি পাঁচ তলা ভবনের ভিম ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
এ ঘটনায় শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে ওই ভবনের কেএলডি ও প্রতীক এপারেলস নামে দুইটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছেন সাভার পৌরসভা কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে সাভার পৌর মেয়র হাজি আব্দুল গনি ওই ভবনটি পরিদর্শন শেষে দুই পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। ওই দুই কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ কাজ করেন।
এর আগে সোমবার বিকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক আহমেদ জামিল ওই ভবনটি পরিদর্শন শেষে বন্ধ ঘোষণা করেন।
তিনি বলেন, উপজেলা প্রশাসন ও রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ তলা ভবনে কেএলডি ও প্রতীক এপারেলস নামে দুটি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়।
সাভার মডেল থানা সূত্রে জানা গেছে, রাজউক কর্তৃপক্ষ সাভার মডেল থানায় সোমবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে। সাভার মডেল থানা ও শিল্প পুলিশ-১ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, ৫ তলা ভবনের পোশাক কারখানা ঝুঁকিপর্ণ হওয়ায় দুইটি কারখানা বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতামত লিখুন :