Logo

সাভারে শ্রমিক নিহত; শ্রমিকদের মানববন্ধন

Fazlul Haque
মঙ্গলবার, মে ৩, ২০১৬
  • শেয়ার করুন

সাভার সংবাদদাতা : গত ১ মে শ্রমিক দিবসে গার্মেন্টস খোলা রাখা ও কারখানার ভিতরে এক পরিচ্ছন্ন কর্মীর রহস্য জনক মৃত্যুর ঘটনায় সাভারে মানববন্ধন করেছে শ্রমিকরা।

আজ মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুর-সিংগাইর সড়কের নতুনপাড়া এলাকার আল মদিনা ওয়াশিং প্লান্ট লিমিটেড কারখানার সামনে হাতে হাত ধরে কালো পতাকা নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেড়ারেশন।

এ সময় মানববন্ধন থেকে শ্রমিকরা জানায় গত ১লা মে শ্রমিক দিবসে নতুনপাড়া এলাকার আল মদিনা ওয়াশিং প্লান্ট কারখানা চালু রাখে কর্তৃপক্ষ। পরে সকাল ১১ টার দিকে কারখানার ভিতরে পরিচ্ছন্ন কর্মী বাবর আলী প্রামাণিকের রহস্যজনকভাবে মৃত্যু হয়।

এসময় কারখানা কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে তার লাশ বগুড়ার সাড়িয়াকান্দি থানার ছাঁইহাটা পূর্বপাড়া গ্রামে পাঠিয়ে দেন। এর প্রতিবাদে আজ সকালে কারখানার কর্তৃপক্ষের বিচারের দাবিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে কালো পতাকা হতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ওই গার্মেন্টস শ্রমিকরা।

এঘটনায় কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কোন প্রকার কথা বলতে রাজি হয়নি।

নিহত বাবর আলী প্রামাণিক দুই মাসে নতুনপাড়া এলাকায় আল মদিনা ওয়াশিং প্লান্টে পরিচ্ছন্ন কর্মীর চাকরি নেন। তিনি হেমায়েতপুর মুসলিমপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।