Logo

ইউপি নির্বাচনের জন্য চাঁদা না পেয়ে গার্মেন্টস মালিককে গুলি, কারখানা ভাঙচুর

Fazlul Haque
মঙ্গলবার, মে ৩, ২০১৬
  • শেয়ার করুন

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে চাঁদা না দেয়ায় গার্মেন্টস মালিককে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় কারখানার ভেতরে ঢুকে তারা ভাঙচুরও চালায়।

মঙ্গলবার (৩ মে) দুপুরে ফতুল্লার দেলপাড়ায় এক্সজোটিভ নিট অ্যাপারেলস নামে গার্মেন্টেসে এ হামলার ঘটনা ঘটে।

গার্মেন্টেসের ম্যানেজার মিজানুর রহমান মিন্টু জানান, স্থানীয় জামান, নজরুল ইসলাম নজুসহ আরো ২০-২৫ জন সন্ত্রাসী দুপুরে গার্মেন্টেসে এসে হামলা চালায়। তারা গার্মেন্টেসের মালিক এমরান হোসেনকে লক্ষ্য করে পর পর দুই রাউন্ড গুলি ছোড়ে। কিন্তু সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়।

তিনি আরও জানান, এর আগে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদের কুতুবপুর ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী (পরাজিত) জাহাঙ্গীর হোসেন তার ছোট ভাই জামানকে এক্সজোটিভ নিট অ্যাপারেল গার্মেন্টেসে পাঠিয়ে নির্বাচনের জন্য এক লাখ টাকার চাঁদা ও গেঞ্জি দাবি করেন। কিন্তু গার্মেন্টসের মালিক এমরান হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

 বাংলামেইল