Logo

পোশাক শিল্পের সংগঠকরা ইডিএফ-এর ঋণ সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন

RMG Times
বুধবার, জানুয়ারি ৫, ২০২২
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: কেন্দ্রীয় ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ নেওয়ার সীমা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি বিজিএমইএ। বর্তমানে একজন পোশাক রফতানিকারক এ তহবিল থেকে স‌র্বোচ্চ ৩ কোটি মার্কিন ডলার ঋণ নিতে পারেন। এ সীমা বাড়িয়ে ৪ কোটি করার দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল মঙ্গলবার (৪ জানুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের পরিচালকদের সঙ্গে এক বৈঠকে পোশাক শিল্পের সংগঠকরা এমন দাবি জানান।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বিজিএমইএর এক‌টি প্র‌তি‌নি‌ধি দল এসেছিল। ইডিএফ ঋণের সীমা বাড়ানোসহ বেশকিছু প্রস্তাব দিয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংক থেকে বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো বলে বলে জানানো হয়।

ব্যাক টু ব্যাক এলসির আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বাড়াতে তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএসহ কয়েকটি রফতানিকারক সংগঠনের সদস্যরা ইডিএফ থেকে ঋণ সুবিধা পায়।

সর্বশেষ এ তহবিলের আকার বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়েছে। গত এক বছরে ইডিএফের আকার বেড়েছে প্রায় ২০০ কোটি ডলার। বর্তমানে এ তহবিল থেকে রফতানিকারকরা ২ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন।